প্রাইজমানিতে শীর্ষে জোকোভিচ

টেনিস ইতিহাসে পুরুষ নারী খেলোয়াড়দের মধ্যে শীর্ষ আয়কারী যথাক্রমে সার্বিয়ার নোভাক জোকোভিচ যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস জোকোভিচের চেয়ে সাতটি গ্র্যান্ড বেশি জিতেও প্রাইজমানি বেশ কম সেরেনার আশ্চর্যজনক হলেও সত্য, দুজনের প্রাইজমানির মধ্যে তফাত প্রায় ৪৪ মিলিয়ন ডলার বা ৩৭৪ কোটি টাকা! জোকোভিচের আয় ১৩৬ দশমিক ৯৫ মিলিয়ন ডলার বা প্রায় হাজার ১৬০ কোটি, আর সেরেনার ৯২ দশমিক ৫৩ মিলিয়ন ডলার বা প্রায় ৭৮৩ কোটি টাকা

অর্ধযুগ আগেও নারী পুরুষ টেনিসে প্রাইজমানিতে অনেক বৈষম্য ছিল এখন সবগুলো মেজর আসরে নারী পুরুষ খেলোয়াড়ের প্রাইজমানিতে এসেছে সমতা তবে এর আগে গ্র্যান্ড স্লাম জিতলে পুরুষ খেলোয়াড়রা অনেক বেশি আয় করতেন সেই হিসাবে সেরেনার চেয়ে এগিয়ে রয়েছেন জোকোভিচ ২০১৯ সালে প্রাইজমানিতে সুইস গ্রেট রজার ফেদেরারকে টপকে যান সার্বিয়ান সুপারস্টার সেরেনা অবশ্য বহুদিন ধরেই তালিকায় মেয়েদের মধ্যে শীর্ষে

পুরুষ টেনিসে ২০০৪ সাল থেকে কর্তৃত্ব করে আসছেন ফেদেরার, রাফায়েল নাদাল জোকোভিচ সময় ৬৪টি গ্র্যান্ড স্লামের মধ্যে তারা জিতে নিয়েছেন ৫৪টি! সেসঙ্গে সর্বশেষ ১২টিও গেছে তাদের শোকেসে সময় টেনিসের ত্রিফলা কোর্ট থেকে প্রাইজমানি কামিয়েছেন ৩৭৬.৮৫ মিলিয়ন ডলার আর প্রাইজমানি এনডোর্সমেন্ট খাত মিলিয়ে তিনজনের মোট ক্যারিয়ার আয় কত জানেন? ১২০ কোটি ডলার! বাংলাদেশী মুদ্রায় রূপান্তর করলে দাঁড়ায়, ১০ হাজার ১৭০ কোটি টাকা! 

সর্বকালের টেনিস তারকাদের মধ্যে শীর্ষ আয়কারী ৩০ জনকে নিয়ে কিছু তথ্য তুলে ধরা হলো বলাবাহুল্য, আয় শুধুই কোর্ট থেকে এর পাশাপাশি ব্যক্তিগত এনডোর্সমেন্ট চুক্তি থেকেও কোটি কোটি ডলার আয় করে থাকেন শীর্ষ তারকারা বিশ্বের অনেক নামি ব্র্যান্ড সেরেনা, ফেদেরার, নাদাল জোকোভিচের মতো খেলোয়াড়কে পৃষ্ঠপোষকতা দেয় তবে এনডোর্সমেন্ট খাতের আয় তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তালিকা পুরুষ নারীদের মিশ্রণে করা এবং সব যুগের খেলোয়াড়ই স্থান পেয়েছেন বিজনেস ইনসাইডার

. নোভাক জোকোভিচ১৩৬.৯৫ মিলিয়ন ডলার

(দেশ: সার্বিয়া; গ্র্যান্ড স্লাম শিরোপা: ১৬)

. রজার ফেদেরার১২৭.৫০ মিলিয়ন ডলার

(দেশ: সুইজারল্যান্ড; গ্র্যান্ড স্লাম শিরোপা: ২০)

. রাফায়েল নাদাল১১৫.৪৬ মিলিয়ন ডলার

(দেশ: স্পেন; গ্র্যান্ড স্লাম শিরোপা: ১৯)

. সেরেনা উইলিয়ামস৯২.৫৪ মিলিয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন