সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

 সিরাজগঞ্জে বাংলাদেশ রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা জমি উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নিউ ঢাকা রোড, চামড়া পট্টি রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে পশ্চিমাঞ্চল অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান সময় সিরাজগঞ্জ সদর ভূমি সহকারী কর্মকর্তা অনিসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, সিরাজগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রায় ৫০০ একর জমি রয়েছে এর মধ্যে প্রায় ২৫০ একর ভূমি বিভিন্নভাবে অবৈধ দখলে রয়েছে এসব দখলদারদের বিভিন্ন সময় স্থাপনা ভেঙে ফেলার জন্য নোটিস দেয়া হলেও তারা তা না শোনেননি অবশেষে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে স্থায়ী, পাকা, আধা পাকা বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়

তিনি আরো জানান, রেলের জমি উদ্ধারে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান শেষে খালি জায়গায় সিরাজগঞ্জ রেলইয়ার্ডে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন