আর্জেন্টিনার সয়াবিন রফতানি কমার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ আর্জেন্টিনা। তবে চলতি মৌসুমে দেশটির সয়াবিন রফতানিতে মন্দা ভাব বজায় থাকতে পারে। মূলত কৃষিপণ্যটির বৈশ্বিক চাহিদায় মন্দা ভাব রফতানি হ্রাসের পেছনে প্রভাব রাখবে। কারণে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) দেশটির সয়াবিন রফতানি প্রাক্কলন আগের তুলনায় ৩৬ শতাংশ কমিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

ইউএসডিএর প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে আর্জেন্টিনা থেকে আন্তর্জাতিক বাজারে ৮০ লাখ টন সয়াবিন রফতানি হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ৪৫ লাখ টন কম।

আগের মৌসুমে দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি দাঁড়াতে পারে মোট কোটি লাখ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে সয়াবিন রফতানি কমতে পারে ১৬ লাখ টন।

সয়াবিন উৎপাদনের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্র ব্রাজিলের পরই আর্জেন্টিনার অবস্থান। চলতি মৌসুমে দক্ষিণ আমেরিকার দেশটিতে সয়াবিনের উৎপাদনও হ্রাস পেতে পারে। ইউএসডিএর তথ্য অনুযায়ী, সময়ে আর্জেন্টিনায় মোট কোটি ৩০ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, আগের মৌসুমে দেশটিতে পণ্যটির উৎপাদন দাঁড়াতে পারে কোটি ৫৩ লাখ টনে। সে হিসাবে এবার দেশটিতে সয়াবিনের উৎপাদন কমতে পারে ২৩ লাখ টন।

তবে চলতি মৌসুমে আর্জেন্টিনার সয়াবিন আবাদ অপরিবর্তিত থাকবে। এবার দেশটিতে কোটি ৮০ লাখ হেক্টর জমিতে খাদ্যপণ্যটির আবাদ হতে পারে। কিন্তু প্রতিকূল পরিবেশের জেরে হেক্টরপ্রতি ফলন কমে আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন