বোনাস নেবেন না বোয়িংয়ের সিইও

৭৩৭ ম্যাক্স মডেলের পরপর দুটি উড়োজাহাজ দুর্ঘটনার জেরে সৃষ্ট পরিস্থিতিতে বোনাস না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেনিস মুলেনবার্গ। মুলেনবার্গের প্রস্তাবের কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ডেভিড কালহোন।

বোয়িংয়ের সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর জন্য মার্কিন আইনপ্রণেতারা মুলেনবার্গকে দায়ী করে আসছেন। মার্কিন আইনপ্রণেতাদের অভিযোগ, মুলেনবার্গ বোয়িংয়ের কারখানাকেউড়ন্ত কফিন’- পরিণত করেছেন। এছাড়া দুর্ঘটনাকবলিত উড়োজাহাজগুলোর তথ্য ইচ্ছাকৃতভাবে লুকানোর জন্য তাকে দায়ী করা হচ্ছে।

এদিকে মুলেনবার্গ সবকিছু ঠিকঠাক করেছেন বলে জানিয়েছেন কালহোন। সিএনবিসিকে কালহোন বলেন, মুলেনবার্গের প্রতি বোয়িংয়ের বোর্ডের আস্থা এখনো অটুট রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুলেনবার্গের বেতন ছিল ১৭ লাখ ডলার। অন্যদিকে একই সময়ে তার বোনাস ছিল কোটি লাখ ডলার। ২০১৭ সালের পর তার মোট বেতন প্যাকেজ ২৭ শতাংশ বেড়েছে।        সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন