রেকর্ড সুদহার কর্তন ব্যাংক অব থাইল্যান্ডের

তিন মাসে দ্বিতীয়বার রেকর্ড সুদহার কমিয়েছে ব্যাংক অব থাইল্যান্ড। নিজেদের শ্লথ অর্থনীতি চাঙ্গা করতে বাড়ন্ত মূল্যস্ফীতি ঠেকাতে এতটা সুদহার কমিয়েছে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকটির মুদ্রানীতি কমিটির সাত সদস্যের পাঁচ সদস্য সুদহার এক-চতুর্থ শতাংশীয় পয়েন্ট কর্তন করে দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করতে সম্মত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ব্যাংকটির প্রতিবেদনে। থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড সুদহার কর্তন ব্লুমবার্গের পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। ব্লুমবার্গের সমীক্ষায় ২৬ অর্থনীতিবিদের ১৬ জনই দেশটির সুদহার ওই পরিমাণ কমানো হতে পারে বলে পূর্বাভাস করেছিলেন।

চলতি বছর দেশটির অর্থনীতি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় শ্লথ অর্থনীতি চাঙ্গা করতে মুদ্রানীতি আর্থিক সহায়তা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষগুলো। এদিকে গত বছর ডলারের বিপরীতে থাই মুদ্রাবাথ শতাংশ বেড়েছে, যা উদীয়মান বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ।           সূত্র: ব্যাংককপোস্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন