২৭ বিলিয়ন ডলারে এইচপি অধিগ্রহণের পরিকল্পনা জেরক্সের

বণিক বার্তা ডেস্ক

বহুজাতিক পার্সোনাল কম্পিউটার (পিসি) প্রিন্টার নির্মাতা হিউলেট-প্যাকার্ডকে (এইচপি) অধিগ্রহণের পরিকল্পনা নিয়েছে জেরক্স হোল্ডিংস করপোরেশন। এইচপিকে অধিগ্রহণে প্রিন্টার, ডিজিটাল ডকুমেন্ট সার্ভিসদাতা জেরক্স হাজার ৭০০ কোটি ডলার (২৭ বিলিয়ন ডলার) পরিশোধ করতে চায়। অধিগ্রহণের অর্থ নগদ শেয়ারের মাধ্যমে পরিশোধ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। অধিগ্রহণ পরিকল্পনা সফল হলে ম্লান হওয়া দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

গত মঙ্গলবার জেরক্সের এক বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এইচপি অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখছে। শিগগিরই অধিগ্রহণ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বৈশ্বিক পিসি বাজারে খারাপ সময় পার করছে এইচপি। বর্তমানে এইচপির বাজারমূল্য কমে হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পরিস্থিতিতে জেরক্সের এইচপি অধিগ্রহণ বৈশ্বিক প্রিন্টার বাজারে নতুন চমক হয়ে আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রমতে, জেরক্সের এইচপি অধিগ্রহণ চেষ্টা সফল হবে এমন কোনো নিশ্চয়তা নেই। গত সপ্তাহে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারমূল্যে জেরক্সের চেয়ে তিন গুণ বড় এইচপি। তবে এইচপিকে অধিগ্রহণে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে জেরক্স।

বৃহৎ প্রিন্টার কপি মেশিনস নির্মাতা জেরক্সের হাজার কোটি ডলার বার্ষিক রাজস্বের সিংহভাগই আসে প্রিন্টার বিক্রি, ভাড়া দেয়া ব্যবস্থাপনা সেবা সরবরাহের মাধ্যমে। অন্যদিকে এইচপি ক্ষুদ্রাকৃতির প্রিন্টার প্রিন্টিং ডকুমেন্ট সরবরাহ করে। বিশ্বের অন্যতম পিসি নির্মাতাও এইচপি। ২০১৮ সালের অক্টোবরে সমাপ্ত অর্থবছরে হাজার ৮০০ কোটি ডলার রাজস্ব আয়ের তথ্য দিয়েছিল প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে দুইভাগে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় হিউলেট-প্যাকার্ড করপোরেশন। পিসি সার্ভার, ডাটা-স্টোরেজ গিয়ার সংশ্লিষ্ট সেবা খাতে ব্যবসা জোরদারের লক্ষ্যে বিভক্ত হয় প্রতিষ্ঠানটি। ওই সময় থেকে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত মাসের শুরুর দিকে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে হাজার বা কর্মী বাহিনীর ১৬ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনার ঘোষণা দেন এইচপির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনরিক লরেস। আগামী তিন বছরে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বিবৃতিতে এনরিক লরেস বলেন, আগামী তিন বছরে থেকে হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মোট কর্মী বাহিনীর সদস্য সংখ্যা ৫৫ হাজারে নামিয়ে আনা হবে। একযোগে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ২০২২ অর্থবছরের শেষ থেকে বার্ষিক ১০০ কোটি ডলার পরিচালন ব্যয় কমানোর প্রত্যাশা করছি।

২০১৬ সালের অক্টোবরে এইচপির পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছিল, যা ২০১৯ সালের মধ্যে বাস্তবায়নের তথ্য জানানো হয়। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সে সময় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে একই বছরের মে মাসে এইচপি জানায়, কর্মী ছাঁটাই - শতাংশ বাড়তে পারে।

বৈশ্বিক পিসি বাজার খারাপ সময় পার করছে। বাজারটিতে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই এইচপি। মোবাইল ডিভাইস, বিশেষ করে স্মার্টফোন ট্যাবলেটে পিসির অনেক সুযোগ-সুবিধা মিলছে। যে কারণে বৈশ্বিক পিসি বাজারে ক্রমান্বয়ে বিক্রি কমছে। কম্পিউটিংয়ের জন্য ব্যবহারকারীরা এখন সহজে বহনযোগ্য মোবাইল ডিভাইসে ঝুঁকছেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জাুনয়ারি-মার্চ) লেনোভো, এইচপি ডেল মিলে বৈশ্বিক পিসি বাজারের ৬১ দশমিক শতাংশ দখলে রেখেছে, যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৫৬ দশমিক শতাংশ।

চলতি বছরের জানুয়ারি-

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন