সাইবার যুদ্ধ মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাইওয়ান যৌথ মহড়া

বণিক বার্তা ডেস্ক

সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কর্মকর্তাদের হামলা মোকাবেলার কলাকৌশল শেখাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞরা। এজন্য সাতদিনের একটি যৌথ মহড়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র তাইওয়ান। সাইবার হামলা মোকাবেলায় ধরনের যৌথ আয়োজনের ঘটনা এবারই প্রথম। খবর বিবিসি।

তাইওয়ান সরকার আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের (এআইটি) যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী মহড়ায় তাইওয়ানিজ কর্মকর্তাদের ফিশিং -মেইল টেক্সট পাওয়ার পর তা মোকাবেলার কলাকৌশল শেখানো হচ্ছে।

এক বিবৃতিতে এআইটি জানিয়েছে, উত্তর কোরিয়ার সাইবার হামলাকারীরা বরাবরই তাইওয়ানকে টার্গেট করে। তাদের হামলা থেকে রক্ষা পেতে যৌথ মহড়া আয়োজন করা হয়েছে। তবে এর আগে তাইওয়ান সরকার জানিয়েছিল, তাইওয়ানকে টার্গেট করে সাইবার হামলার সিংহভাগই চীনের মূল ভূখণ্ড থেকে পরিচালিত হয়।

তাইওয়ানের সাইবার সিকিউরিটি এজেন্সির তথ্য অনুযায়ী, তাইওয়ানকে টার্গেট করে প্রতি মাসে প্রায় তিন কোটি সাইবার হামলার ঘটনা ঘটে। এর মধ্যে অর্ধেকই পরিচালিত হয় চীনের মূল ভূখণ্ড থেকে। যত দিন যাচ্ছে, সাইবার হামলা মোকাবেলা করা তাইওয়ানের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন