মার্কিন রাজ্য নির্বাচন

ভার্জিনিয়া ও কেন্টাকিতে ডেমোক্র্যাটদের জয়

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাষ্ট্রের রাজ্য নির্বাচনে ভার্জিনিয়া কেন্টাকিতে জিতেছে ডেমোক্র্যাটরা দুই রাজ্য নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়কে রিপাবলিকানদের জন্য আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগাম অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে নিজ পার্টির পরাজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি চপেটাঘাত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা খবর বিবিসি গার্ডিয়ান

কেন্টাকির গভর্নর নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ডি বেশেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে রিপাবলিকান অধ্যুষিত রাজ্যে দুই দশকেরও বেশি সময়ে প্রথমবার জিতল ডেমোক্র্যাট প্রার্থী তবে রাজ্যটির বর্তমান টোরি গভর্নর ম্যাত বেভিন এখনো পরাজয় মেনে নেননি

এদিকে ভার্জিনিয়া রাজ্যের স্টেট হাউজ সিনেট উভয় কক্ষেও ডেমোক্র্যাটরা জিতেছে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই রাজ্যে ডেমোক্র্যাটদের বিজয়কে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের রাজ্য গভর্নরই রাজ্যের নির্বাহী বিভাগের প্রধানের  দায়িত্ব পালন করেন

এদিকে কেন্টাকির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রিপাবলিক প্রার্থী বেভিনের চেয়ে দশমিক শতাংশ বেশি ভোট পেয়েছেন তবে নির্বাচনী ফলাফল মেনে নেননি বেভিন তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ আনলেও সুনির্দিষ্ট করে কিছু বলেননি অন্যদিকে ফলাফল পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বলেন, অফিস শুরু করতে আমরা প্রস্তুত আমি কাজ শুরুর বিশেষ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি

কেন্টাকিতে নিজ পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, কেন্টাকির নির্বাচন আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ নির্বাচনে বেভিন হারলে তা দল হিসেবে আমাদেরও হার বলে গণ্য হবে আমাদের প্রার্থীর পরাজয়কে সমালোচকরা বিশ্ব ইতিহাসের বৃহত্তম পরাজয় হিসেবে চিহ্নিত করবেন এছাড়া রাজ্যের ডেমোক্র্যাট প্রার্থী বেশেরকে বেশ চরমপন্থী ভয়ংকর বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট যা- বলুন না কেন, কেন্টকিতে তার প্রার্থীর ভরাডুবি হয়েছে অন্যদিকে নির্বাচনী ফলাফলে বেভিন ওই রাজ্যের সবচেয়ে অজনপ্রিয় গভর্নর প্রমাণিত হয়েছেন তবে কেন্টাকির গভর্নর নির্বাচনে রিপাবলিকানরা হারলেও জিতেছে রাজ্যটির অ্যাটর্নি জেনারেল নির্বাচনসহ রকম আরো পাঁচটি নির্বাচনে

এদিকে উভয় কক্ষে জিতে বেশ ফুরফুরে রয়েছে ডেমোক্র্যাটরা রাজ্যটির স্টেট হাউজের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ড্যানিকা রোম ঘোষিত ট্রান্সজেন্ডার হিসেবে পদে তিনিই প্রথম দায়িত্ব নিতে যাচ্ছেন অন্যদিকে একই রাজ্যের স্টেট সিনেটের সদস্য হিসেবে জয়ী হয়েছেন একই দলের প্রার্থী গানজালা হাশমি

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন