পাকিস্তানে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক আক্রান্ত

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছর পাকিস্তানে রেকর্ড ৪৪ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে দেশটির একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন তাপমাত্রা বৃদ্ধি অপ্রত্যাশিত সময়ে বৃষ্টিপাতের কারণে দেশটিতে ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন তিনি খবর এএফপি

পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. রানা সাফদার বলেন, এর আগে ২০১১ সালে রেকর্ড ২৭ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এরপর এবারই এত সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলো

তিনি জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২০১১ সালে মারা গিয়েছিল ৩৭০ জন

রানা সাফদার চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন, যদিও বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন, রোগ দমনে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে

তবে চিকিৎসক ডা. মাহসীমা সিদ্দিক ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য দেশটির সরকারকে দায়ী করেছেন তিনি বলছেন, বিশেষ করে পাঞ্জাব ইসলামাবাদের কর্তৃপক্ষ জলাধার ঢেকে দেয়া বা ডেঙ্গুনাশক ওষুধ ছিটানোর মতো আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে একেবারেই ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশিসংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে ইসলামাবাদে

তিনি বলেন, যখন শত শত লোক ডেঙ্গুতে আক্রান্ত হলো, তখন তাদের টনক নড়ল কিন্তু সে সময় অনেক দেরি হয়ে গেছে বিশাল একটা অংশে ওষুধ ছিটানো দল পৌঁছাতে পারেনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন