সংঘর্ষের জেরে মুখোমুখি দিল্লির পুলিশ ও আইনজীবী

বণিক বার্তা ডেস্ক

 ভারতে আইনজীবী পুলিশের সংঘাত নতুন মাত্রায় পৌঁছলে বিক্ষুব্ধ আইনজীবীরা দিল্লির সব নিম্ন আদালতকে বন্ধ ঘোষণা করেছেন এছাড়া দিল্লি পুলিশ প্রধান আইনি নোটিস পাঠালেন এক আইনজীবী সেই নোটিসের দাবি ওই বিক্ষোভ বেআইনি এবং যারা বিক্ষোভে অংশ নিয়েছেন, তাদের গ্রেফতার করতে হবে ভারতের বার কাউন্সিলের সভাপতি বুধবার আশ্বাস দেন, কেউ হিংসার পথে গেলে যথোপযুক্ত পদক্ষেপ নেয়া হবে তাকে দিল্লি হাইকোর্টের তরফে মঙ্গলবার আইনজীবীদের সামলানোর কথা বললে তিনি কথা জানান এছাড়া আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের বিক্ষোভকে স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে কালো দিন হিসেবে অভিহিত করেন তিনি মঙ্গলবার দিল্লি পুলিশের বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করেন তিনি খবর এনডিটিভি

এদিকে দিল্লির আইনজীবীরা বিক্ষোভের তৃতীয় দিনে পাতিয়ালা হাউজের প্রধান ফটক এবং সাকেত জেলা আদালত বন্ধ করে দেন রোহিনী জেলা আদালতে এক আইনজীবী নিজের গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার হুমকি দেন বার কাউন্সিলের সভাপতি মান্নান মিশ্র জানান, বৃহস্পতিবার থেকে আদালতের কাজ স্বাভাবিকভাবে চলবে তিনি জানান, সোমবার সাকেত আদালতে যে আইনজীবী পুলিশ আধিকারিককে চড় মেরেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

আইনজীবীদের দাবি, তাদের এক সহকর্মীর গায়ে গুলি লেগেছিল শনিবার তিস হাজারি আদালতে ওই সংঘর্ষে ২০ জন পুলিশ আটজন আইনজীবী আহত হন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন