জাবির বন্ধ ক্যাম্পাসেও চলছে আন্দোলন, বিশিষ্টজনদের সংহতি

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালি করার ঘোষণা দেওয়া হলেও বিক্ষুব্ধরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

আজ বুধবার সকাল থেকেই আন্দোলনকারীরা নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বরে জমায়েত হতে থাকে। পরে বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। আন্দোলনে মেয়েদের সামিল করার জন্য মিছিলটি মেয়েদের হলগুলোর দিকে অগ্রসর হয়। পরবর্তীতে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় সেখানে একটি সংহতি সমাবেশ করেন আন্দোলনকারীরা।

সমাবেশে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, ‘আমরা দীর্ঘ তিন মাস ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। উপাচার্য আমাদের আন্দোলনকে ঠেকাতে যেসব ব্যবস্থা নিয়েছেন তা মূলত নিজেকে দুর্নীতি তদন্তের মুখোমুখি না করার লক্ষ্য। মিথ্যাবাদী কেউ ভিসি থাকতে পারেন না। গতকালের শান্তিপূর্ণ অবস্থানের উপর নারকীয় হামলাকে গণঅভ্যুত্থান বলে জাতির সামনে জাহাঙ্গীরনগরকে লজ্জিত করেছেন। এঘটনার পরে শুধু ভিসিকে অপসারণ নয় শিক্ষককেও বহিষ্কারের দাবি জানাচ্ছি।'

আন্দোলনের অন্যতম সংগঠক সমাবেশ অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘শিবিরের তকমা দিয়ে আঘাত করলেই কোন যৌক্তিক আন্দোলনে থেমে যাবে না। আমরা আমাদের নৈতিক মনোবল দিয়ে দেখিয়ে দিয়েছি উপাচার্যের পেটোয়া বাহিনী আমাদের আন্দোলনকে দমাতে পারবেন না।’

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন