ক্যাসিনো সংশ্লিষ্টতা

প্রয়োজনে যুক্তরাষ্ট্রেও তথ্য চেয়ে চিঠি পাঠাবে দুদক

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনো সংশ্লিষ্টদের তথ্য জানতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রেও চিঠি পাঠানো হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। গতকাল বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানিয়েছেন।

দুদক সচিব বলেন, এফবিআইয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাসিনোর শহর লাসভেগাসে খেলতে যাওয়া বাংলাদেশের ক্যাসিনো জুয়াড়িদের সম্পর্কে তথ্য জানতে প্রয়োজনে চিঠি পাঠানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা দুর্নীতিবাজদের তথ্য জানতে পারস্পরিক আইনগত সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানো হতে পারে।

গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের মেরিনা বেসহ ক্যাসিনোগুলোয় জুয়া খেলতে যাওয়া বাংলাদেশীদের তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা করাপ্ট প্র্যাকটিসেস ব্যুরোর পরিচালক বরাবর চিঠিটি পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন