মাধবকুণ্ড জলপ্রপাতের পানি শোধনে ওষুধ প্রয়োগ

বণিক বার্তা প্রতিনিধি মৌলভীবাজার

 মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে মাছ জলজ প্রাণীর মড়ক ঠেকাতে এবং পানির গুণাগুণ স্বাভাবিক রাখতে ওষুধ প্রয়োগ করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা মত্স্য বিভাগের পক্ষ থেকে জলপ্রপাতটিতে ওষুধ প্রয়োগ করা হয় এর আগে জলপ্রপাতের পানির গুণাগুণ পরীক্ষা করা হয় সংগ্রহ করা হয় পানি মৃত মাছের নমুনা

গতকাল পানি পরীক্ষা ওষুধ প্রয়োগের সময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়ার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা সুলতান মাহমুদ, থানার ওসি মো. ইয়াছিনুল হক, বন বিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন

বন বিভাগ স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার  সকালে মাধবকুণ্ডের পানিতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠতে শুরু করে এর মধ্যে ছিল পাহাড়ি বামাস মাছ, কাঁকড়া, পুঁটি, ব্যাঙ, পাহাড়ি চিংড়ি, পিপলা, ছোট বাইন, সরপুঁটিসহ বিভিন্ন ধরনের জলজ কীটপতঙ্গ এসব প্রাণীর কারণে পর্যটন এলাকায় ছড়িয়ে পড়ে দুর্গন্ধ পরে স্থানীয় লোকজন মাধবকুণ্ড ইকোপার্কের কর্মীরা সেগুলো পানি থেকে সরিয়ে ফেলেন এরপর গত সোমবারও কিছু কাঁকড়া, বাইন, ব্যাঙ পুঁটি মরে পানিতে ভেসে ওঠে

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ঘটনায় সোমবার রাতে বড়লেখা থানায় একটি জিডি করেছি জিডির বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে

বড়লেখায় অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, মাছ জলজ প্রাণীর মড়ক ঠেকাতে পানির গুণাগুণ রক্ষা করতে জলপ্রপাতের পানিতে ওষুধ প্রয়োগ করা হয়েছে পানির পিএইচ, দ্রবীভূত অক্সিজেন, অ্যামোনিয়া টিডিএস স্বাভাবিক আছে আশা করছি, এখন থেকে আর মাছ মারা যাবে না

তিনি আরো বলেন, পানিতে কোনো বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়নি তবে, ধারণা করা হচ্ছে কেউ পাহাড়ি বিষলতা পানিতে প্রয়োগ করার কারণে ঘটনা ঘটেছে জলপ্রপাতের পানি মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে প্রয়োজনে পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পাঠানো হবে ভবিষ্যতে যাতে ধরনের ঘটনা না ঘটে সেজন্য কিছু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, মত্স্য কর্মকর্তা, ওসি রেঞ্জ কর্মকর্তাসহ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন