বর্ণাঢ্য আয়োজনে সিলেটে রবীন্দ্র স্মরণোৎসব শুরু

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট ভ্রমণের শতবর্ষপূর্তিতে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র স্মরণ উৎসব শুরু হয়েছে গতকাল সকাল থেকে বিভিন্ন স্থানে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামী নভেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান

১৯১৯ সালের নভেম্বর তিনদিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

গতকাল সকাল সাড়ে ৮টায় বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়

এর আগে সকাল ৭টায় ব্রহ্মমন্দির থেকে শোভাযাত্রা নিয়ে চাঁদনীঘাটে রবিঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রীহট্ট ব্রাহ্মসমাজের আয়োজনে সুরমা নদীর চাঁদনীঘাটে রবীন্দ্রনাথের আগমনের ক্ষণ স্মরণে পুষ্প অর্পণের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়

সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এরপর সংগীত শোভাযাত্রা নিয়ে নগর প্রদক্ষিণ করেন তারা পরে ব্রাহ্ম মন্দিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ

এতে ব্রাহ্মমন্দিরে রবীন্দ্রনাথের প্রার্থনাসভায় অংশগ্রহণের সময়কালের আবহে স্তোত্র, গান নৃত্যাঞ্জলি পরিবেশিত হয় এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা এরপর সন্ধ্যা ৬টায় কবি নজরুল অডিটোরিয়ামে শ্রীহট্ট ব্রাহ্মসমাজের উদ্যোগে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ভারত বাংলাদেশের আলোচক শিল্পীরা অংশ নেন

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আলোচনা করেন দুই বাংলার দুই রবীন্দ্র গবেষক ভারতের গোহাটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ঊষা রঞ্জন ভট্টাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা

সিসিকের শোভাযাত্রা: রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবার্ষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) গতকাল বেলা পৌনে ১১টার দিকে নগর ভবন থেকে শোভাযাত্রা বের করা হয় নগর ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়

শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদস্যসচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী

সময় সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো.

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন