অবৈধ গ্যাস সংযোগ

গাজীপুরে একজনের জরিমানা, আরেকজনের কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

 অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে গাজীপুরে আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অবৈধ সংযোগ নিতে সহায়তা করায় মেছের আলী মেচো নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে গতকাল গাজীপুর সিটির চাপুলিয়া এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানের সময় তাদের এসব দণ্ড দেয়া হয়

তিতাস সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া এলাকার বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে আসছে একটি মহল জেলা প্রশাসনের নির্দেশে গতকাল সকালে ওই এলাকায় তিতাস গ্যাস কার্যালয়ের পক্ষ থেকে অভিযান চালানো হয় অভিযানে গাজীপুর তিতাস কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, আনোয়ার হোসেন আসাদুল্লাহ কায়সার অংশ নেন অভিযান টের পেয়ে অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা মেছের আলী মেচো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিতাসের কর্মীদের হাতে ধরা পড়েন পরে তার স্ত্রী নাজমা আক্তার এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী আফজাল হোসেনকে আটক করা হয় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস আফজাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মেছের আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তবে নাজমা আক্তারকে ছেড়ে দেয়া হয় অভিযানের সময় কিছু ব্যক্তি তিতাসের কর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা প্রতিহত করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন