আগামী মার্চে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শুরু: রেলমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু রেল সেতুর আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে কথা জানান তিনি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নের জন্য বহুমুখী অনেক প্রকল্প হাতে নিয়েছে তার অন্যতম হলো বঙ্গবন্ধু সেতুর পাশে ৩০০ গজ উজানে ডুয়াল গেজ ব্রিজ নির্মাণ এরই মধ্যে ব্রিজটির টেন্ডারিং প্রসেসসহ সব আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রীর দেয়া সময় অনুযায়ী আগামী বছর মার্চে আনুষ্ঠানিক নির্মাণকাজের তারিখ নির্ধারণ করা হয়েছে

তিনি বলেন, এরই মধ্যে ভারতের সঙ্গে সাতটি পয়েন্টে রেল যোগাযোগ স্থাপন হয়েছে দুই দেশের রেল যোগাযোগের ফলে পণ্য পরিবহনের জন্য চুক্তি হয়েছে পণ্যবাহী কনটেইনার ওয়াগন এসে যাতে মালামাল লোড-আনলোড করতে পারে, সে লক্ষ্যে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হবে টার্মিনাল নির্মাণের জন্য দুই দেশের কর্মকর্তারা তিনটি স্থান নির্ধারণ করেছেন এটি কোথায় করা যাবে তা পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জ সদর হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পও হাতে নেয়া হয়েছে শিগগিরই এর কাজ শুরু হবে

রেলমন্ত্রী পরে কড্ডার মোড় এলাকায় শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার ইয়ার্ড রায়পুর ইয়ার্ড পরিদর্শন করেন

সময় রেলওয়ে মহাপরিচালক মো. শামছুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক খন্দকার শহীদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এএসএম আল ফাত্তাহ মাসুদুর রহমান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক . ফারুক আহাম্মদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বঙ্গবন্ধু সেতুর প্রকল্প পরিচালক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন