গাংনী ইউএনওকে অপসারণের দাবি ইউপি চেয়ারম্যানদের

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

 মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানকে অপসারণের দাবি জানিয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা গতকাল দুপুরে গাংনী পিআইও অফিসের পাশে চেয়ারম্যান সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ইউএনও দিলারা রহমান যোগদানের পর থেকে বিভিন্ন মাধ্যমে ইউপি চেয়ারম্যানদের দুর্নীতিবাজ আখ্যায়িত করেন বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এতে নানা ক্ষোভের সঞ্চার হয় ইউএনও দিলারা রহমান উপজেলায় কর্মরত থাকলে সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দেন চেয়ারম্যানরা

সংবাদ সম্মেলনে সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহাম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন

চেয়ারম্যানদের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, আমি আমার চাকরি জীবনে কারো সঙ্গে অশোভন আচরণ করিনি নিয়মানুযায়ী সব কাজ সম্পন্ন করছি আইনের মধ্যে থেকে যে কাজ যখন করা প্রয়োজন হয়েছে, আমি তখনই সেটা করেছি আইনের বাইরে গিয়ে আমি কোনো কাজ করিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন