স্মিথের কাছে হারল পাকিস্তান

শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে জিতিয়েছেন ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে পণ্ড প্রথম ম্যাচেও তিনি ছিলেন অপরাজিত গতকাল দ্বিতীয় টি২০ ম্যাচেও জ্বলে ওঠার ইঙ্গিত দিয়ে তিনি ইনিংস শেষ করেন ১১ বলে ২০ রান করে ওয়ার্নার পারেননি তো কি, স্টিভ স্মিথ আছেন না? দুরন্ত ফর্মে থাকা ওয়ার্নারের অসমাপ্ত কাজ সম্পন্ন করে দিলেন সাবেক অধিনায়ক স্মিথ ৪১ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলে ক্যানবেরায় অস্ট্রেলিয়াকে উইকেটের জয় এনে দেন ডানহাতি ব্যাটসম্যান

আগে ব্যাটিং করে উইকেটে ১৫০ রান তোলে সফরকারী পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারানো পাকিস্তানকে টানেন অধিনায়ক বাবর আজম দলীয় ১০৬ রানের সময় রানআউটের শিকার হন বাবর (৩৮ বলে ৫০) এরপর বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ২৪ বলে ৪৪ রান তুলে পাকিস্তানকে ১৫০ রানের সংগ্রহ এনে দেন ইফতিখার আহমেদ পথে ইমাদ ওয়াসিমকে নিয়ে বোর্ডে ৪০ রান যোগ করেন তিনি ৩৪ বলে চার ছক্কায় ৬২ রান করেন ইফতিখার

১৫১ রানের টার্গেটে অস্ট্রেলিয়াও ঝড়ো সূচনা পায় ওয়ার্নার অ্যারন ফিঞ্চের হাত ধরে দুজন ওভারেই তুলে নেন ৩০ রান ১১ বলে ২০ রান করা ওয়ার্নারকে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির দলীয় ৪৮ রানে ফিঞ্চকে ফেরান মোহাম্মদ ইরফান এরপর পাকিস্তানের আশা শেষ করে স্মিথ-শো বেন ম্যাকডারমটকে নিয়ে ৫৮ রান যোগ করে তিনি দলের সংগ্রহ ১০০ পার করান ম্যাকডারমট ২২ বলে ২১ রান করে বিদায় নিলেও স্মিথ-শো চলছিলই অ্যাস্টন টার্নারকে (১৫ বলে *) এক প্রান্তে দর্শক বানিয়ে চার-ছক্কার ফুলঝুরিতে দলকে দাপটে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি ইনিংসটি তিনি সাজান ১১টি চার একটি ছক্কায় স্মিথ বীরত্বে অস্ট্রেলিয়া জিতেছে বল বাকি থাকতেই ক্রিকইনফো, এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন