যশোরে হোটেল ব্যবসায় বিনিয়োগ বাড়ছে

আবদুল কাদের যশোর

 নব্বইয়ের দশকে যশোরে ভালো হোটেল বলতে ছিল একমাত্র ম্যাগপাই শহরের গাড়িখানা সড়কে মাত্র নয় শতক জমিতে গড়ে ওঠা ৪০ কক্ষের হোটেলটিকেই তখন ভাবা হতো আধুনিক হোটেল কিন্তু কয়েক বছরের মধ্যে সে চিত্র পাল্টে গেছে বড় বিনিয়োগের হোটেলের কাছে ব্যবসা হারাতে বসেছে ম্যাগপাই

খোঁজ নিয়ে জানা গেছে, যশোরে আবাসিক হোটেল খাতে বেসরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে দুই বছরের ব্যবধানে গড়ে উঠেছে আধুনিক দুটি আবাসিক হোটেল

শহরে বর্তমানে ম্যাগপাইসহ রয়েছে পাঁচটি আবাসিক হোটেল সাম্প্রতিক সময় চালু হওয়া জাবের হোটেল ইন্টারন্যাশনাল, হোটেল ওরিয়ন, হোটেল হাসান ইন্টারন্যাশনাল হোটেল সিটিপ্লাজা বেশ ব্যবসা করছে

ব্যবসায়ীরা বলছেন, খুলনা বিভাগের মধ্যস্থল যশোর জেলা এখানে রয়েছে বিমানবন্দর, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, নওয়াপাড়া নৌবন্দর, পাশে মোংলা সমুদ্রবন্দর ভোমরা স্থলবন্দর আছে আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ ব্যবস্থা যশোর থেকে ১৮টি রুটে চলে পরিবহন এছাড়া যশোর বিমানবন্দর ব্যবহার করছে খুলনা, মাগুরা, ঝিনাইদহ কুষ্টিয়ার ব্যবসায়ী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

কিন্তু যশোরে ভালো মানের আবাসিক হোটেল না থাকায় বিদেশী অতিথি, পর্যটক, ব্যবসায়ীরা খুলনায় যেতেন, সভা-সেমিনারও সেখানে হতো সে চিত্র এখন পাল্টে গেছে জাবের হোটেল ইন্টারন্যাশনাল এরই মধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করেছে হোটেল ওরিয়ন আনুষ্ঠানিকভাবে চালু হবে ৩১ ডিসেম্বর

জাবের হোটেল ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক রাকেশ কুনার জানান, ১৬ তলাবিশিষ্ট হোটেলটিতে ৯৬টি আধুনিক কক্ষ রয়েছে দৈনিক ভাড়া থেকে হাজার টাকা সুইমিংপুল, বার, রুফটপ গার্ডেন, স্পা বারবিকিউ রেস্টুরেন্ট রয়েছে রয়েছে সর্বাধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খাবারের মানের কারণে হোটেলটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বলেও জানান তিনি

জাবের হোটেলের স্বত্বাধিকারী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার তিনি জানান, ২৪ শতক জমিতে হোটেল নির্মাণে ব্যয় হয়েছে ৩০ কোটি টাকা সরকারি-বেসরকারি সভা-সেমিনার এখন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে নানা কাজে যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস জাপান থেকে আসা বিদেশীরা এখানে থাকছেন পদ্ম সেতুর নির্মাণ শেষ হলে যশোরে আধুনিক মানের হোটেলের চাহিদা আরো বাড়বে বলে মনে করেন তিনি

অন্যদিকে উদ্বোধনের অপেক্ষায় থাকা হোটেল ওরিয়নের স্বত্বাধিকারী যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা সাড়ে চার বিঘা জমিতে ৪০ কোটি টাকা ব্যয়ে হোটেল নির্মাণ করেছেন তিনি ১৫ তলা ভবনের হোটেলটিতে রয়েছে ১২১টি কক্ষ এর মধ্যে ৩০টি ডাবল রুম ৩০টি কাপল রুম এখানে রয়েছে পাঁচটি সভাকক্ষ, তিনটি রেস্টুরেন্ট, সুইমিংপুল, হেলথ ক্লাব, স্পা, ১০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ফায়ার স্টেশন লন্ড্রি

যশোর শহরের আরেকটি আধুনিক হোটেল হলো হোটেল সিটিপ্লাজা ইন্টারন্যাশনাল ২০১৪ সালে ৪২ শতক জমিতে নির্মিত হোটেলটিতে রয়েছে ৫০টি কক্ষ হোটেলটির স্বত্বাধিকারী এসএম ইয়াকুব আলী বলেন, পদ্মা সেতু চালু এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে যশোরে হোটেল ব্যবসা বাড়বে তার মতে, যশোর বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হওয়ার উপযুক্ত

শহরের মাইকপট্টিতে অবস্থিত হোটেল হাসান ইন্টারন্যাশনাল ১০ কাঠা জমিতে ২০০৩ সালে এটি নির্মাণ করা হয় হোটেলটির পরিচালক মিজানুর রহমান বলেন, ওইসময় শহরে এটিই ছিল একমাত্র আধুনিক হোটেল ৬২টি কক্ষের পাশাপাশি এতে রয়েছে সভা কক্ষ রেস্টুরেন্ট ভাড়া হাজার ২০০ থেকে হাজার টাকা

হোটেল ব্যবসায় বিনিয়োগ বাড়ার ফলে জেলায় বেসরকারি বিনিয়োগে মন্দা কেটেছে বলে উল্লেখ করেন যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান তিনি বলেন, জেলায় গত ২০ বছরে তেমন কোনো বেসরকারি বিনিয়োগ হয়নি দুটি আধুনিক মানের হোটেল হওয়ায় সে মন্দা অনেকটা কেটেছে তাদের দেখে অন্য উদ্যোক্তারাও বিনিয়োগে উৎসাহী হবেন এতে যশোরের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন