যেসব কারণে আরসিইপি চুক্তিতে রাজি নয় ভারত

বণিক বার্তা ডেস্ক

 শেষ পর্যন্ত বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে ভারত আলোচকরা নয়াদিল্লির উদ্বেগ নিরসনে ব্যর্থ হওয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে সোমবার রাতে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়া হয় খবর টাইমস অব ইন্ডিয়া

সরকারি সূত্র জানিয়েছে, আরসিইপির আলোচনায় ভারত প্রধানত শুল্ক ভিন্নতার কারণে রুলস অব অরিজিন নিয়ে কারসাজির হুমকি, বাণিজ্য ঘাটতির সমস্যা সমাধানে সুষ্ঠু চুক্তির অন্তর্ভুক্তি সেবা খাত উন্মোচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যার সমাধান দিতে তারা ব্যর্থ হয়েছে

এছাড়া ভারতীয় আলোচকরা বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে ৮০-৯০ শতাংশ পণ্য আমদানি শুল্ক বিলোপের পাশাপাশি সেবা খাত বিনিয়োগের বিধিবিধান শিথিলের কথা বলা হয়েছে ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো পণ্য বাণিজ্য কাস্টমস শুল্ক কম থাকলে স্থানীয় বাজারে আমদানি পণ্য, বিশেষত চীনা পণ্যের ব্যাপক আগমন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য, চীনের সঙ্গে ভারতের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে

আরসিইপি নিয়ে আলোচনার সময় ভারত সরকার এমএফএন (মোস্ট ফেভরড নেশন) শর্ত পূরণের বাধ্যবাধকতা না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিল আরসিইপির শর্তানুসারে, ভারতকে আরসিইপি দেশগুলোকে একই ধরনের সুবিধা দিতে হবে, যেমনটা অন্যান্য দেশকে দেয়া হচ্ছে

আরসিইপির সমালোচনায় ভারত শুল্কহ্রাসের ক্ষেত্রে ২০১৪ সালকে চুক্তিটির ভিত্তিবছর ধরার বিরোধিতা করেছে আরসিইপির আলোচকরা চুক্তিটি ২০২০ সালে স্বাক্ষর করতে ২০২২ সাল থেকে নতুন শুল্ক ব্যবস্থা চালু করতে চান যেখানে শুল্কহার ২০১৪ সালের সমপর্যায়ে রাখা হবে

ব্যাংককে অনুষ্ঠিত আরসিইপি সম্মেলন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আরসিইপি চুক্তির বর্তমান কাঠামো চুক্তিটির মৌলিক চেতনা আমরা যে নীতিমালার বিষয়ে একমত হয়েছিলাম, তা পুরোপুরি প্রতিফলিত করছে না এমনকি এখানে ভারতের উত্থাপিত বিষয়গুলোর কোনো সন্তোষজনক সমাধান দেয়া হয়নি যে কারণে ভারতের পক্ষে আরসিইপি চুক্তিতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না

এদিকে ভারত সরকার আরসিইপি চুক্তিতে অংশগ্রহণ না করলেও, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো জোটটির অন্য কিছু দেশের সঙ্গে একটি পৃথক বাণিজ্য চুক্তি প্রণয়ন করার আশা করছে

উল্লেখ্য, চীনের নেতৃত্বে আরসিইপি গঠনে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) ১০ সদস্য ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ভিয়েতনাম ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া,

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন