ইউনাইটেড পাওয়ারের ১২তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) আর্থিক পারফরম্যান্স ভালো হওয়া সত্ত্বেও পুঁজিবাজারে এর শেয়ারের যথাযথ মূল্যায়ন হয়নি এমনকি ইউপিজিডিসিএলের তুলনায় পারফরম্যান্সে পিছিয়ে থাকা কোম্পানির শেয়ারদরও এর তুলনায় অনেক বেশি গতকাল ইউপিজিডিসিএলের ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির পর্ষদ সদস্য শেয়ারহোল্ডাররা এসব কথা বলেন

রাজধানীর গলফ গার্ডেনে অনুষ্ঠিত এজিএমে ইউপিজিডিসিএলের চেয়ারম্যান জেনারেল (অব.) মো. আব্দুল মুবিন, ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দীন হাসান রশীদ, শেয়ারহোল্ডার পরিচালক হাসান মাহমুদ রাজা, আবুল কালাম আজাদ, ফরিদুর রহমান খান, আখতার মাহমুদ রানা, মালিক তালহা ইসমাইল বারী, নাসিরউদ্দীন আখতার রশীদ, ওয়াসেকুল আজাদ, ফাহাদ খান নিজামউদ্দীন হাসান রশীদ, মনোনীত পরিচালক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক লে. জে. (অব.) সিনা ইবনে জামালি, অধ্যাপক মোহাম্মদ মুসা . এম ফজল কবীর খান, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. এবাদত হোসেন ভূঁইয়া, কোম্পানি সচিব বদরুল হক খানসহ সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন

সভায় ইউপিজিডিসিএলের চেয়ারম্যান জেনারেল (অব.) মো. আব্দুল মুবিন বলেন, সদ্য সমাপ্ত হিসাব বছরে আমরা এর আগের বছরের তুলনায় বিভিন্ন আর্থিক নির্দেশকে ভালো করেছি আমাদের রাজস্ব বেড়েছে, মুনাফা বেড়েছে, পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করেছি কিন্তু আমাদের এসব আর্থিক পারফরম্যান্সের কোনো প্রতিফলন কোম্পানি শেয়ারদরে দেখা যাচ্ছে না এক্ষেত্রে পুঁজিবাজার ইউপিজিডিসিএলের যথাযথ মূল্যায়ন করতে পারেনি বলেই আমি মনে করি

ইউপিজিডিসিএলের উদ্যোক্তা পরিচালক হাসান মাহমুদ রাজা বলেন, একসময় যখন আমাদের আয় কম ছিল, তখন কিন্তু কোম্পানির শেয়ারদর বর্তমানের তুলনায় বেশি ছিল অথচ এখন আমাদের আয় বাড়া সত্ত্বেও শেয়ারদর কমে গেছে এটি আমাদের জন্য অস্বস্তিকর শেয়ারদরে যথাযথ মূল্যায়ন না হলে মার্জারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইউপিজিডিসিএলের দায়দেনা নেই বললেই চলে ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা থাকবে যাতে ঋণ ছাড়াই কোম্পানির প্রবৃদ্ধি বাড়ানো যায়

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন