নতুন তালিকাভুক্ত শেয়ারে সার্কিট ব্রেকার আরোপ করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

 পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে অস্বাভাবিক দর বাড়তে থাকে অবশ্য কিছুদিন পরই শেয়ারের দর কমে যায় এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন কারণে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক . এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭০৪তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেনদেনের প্রথম দিকে নতুন তালিকাভুক্ত শেয়ারের উচ্চমূল্য থাকায় এনআরবি (অনিবাসী বাংলাদেশী) কোটাসহ বিনিয়োগকারীরা লটারিতে প্রাপ্ত প্রাথমিক শেয়ার উচ্চমূল্যে বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান পরবর্তী সময়ে নতুন তালিকাভুক্ত শেয়ার তার প্রথম দিনের উচ্চমূল্য ধরে রাখতে পারে না ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন এবং সূচকে নেতিবাচক প্রভাব পড়েও বাজার তার স্বাভাবিক গতি হারায় অবস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন তালিকাভুক্ত শেয়ার লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকারের আওতায় থাকবে এক্ষেত্রে প্রথম দিন ইস্যু মূল্যের ৫০ শতাংশ দ্বিতীয় দিন লেনদেন হওয়া শেয়ারের রেফারেন্স মূল্য কিংবা আগের দিনের সমাপনী মূল্য অথবা সমন্বিত প্রারম্ভিক মূল্যের ওপর ৫০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে তবে তৃতীয় দিন থেকে স্বাভাবিক সময়ের মতো ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন