মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

স্টক ডিলারদের প্রভিশন সুবিধা প্রদানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

 মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাসজনিত লোকসানের বিপরীতে প্রভিশন (সঞ্চিতি) সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড মার্চেন্ট ব্যাংকারগুলো ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন (ডিবিএ) স্টক ডিলারদেরও একই ধরনের সুবিধা প্রদানের জন্য আবেদন করেছিল এরই পরিপ্রেক্ষিতে স্টক ডিলারদের প্রভিশন সংরক্ষণের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

গতকাল ৭০৪তম কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বিষয়ে কমিশন শিগগিরই একটি নির্দেশনা জারি করবে বলে জানিয়েছে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:

মেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন = ফান্ড ইউনিটের গড় ক্রয়মূল্য - চলতি বাজারমূল্যে নিট সম্পদমূল্যের ৮৫% বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন = ফান্ড ইউনিটের গড় ক্রয়মূল্য - ইউনিটের পুনঃক্রয় মূল্য (চলতি বাজারমূল্যে নিট সম্পদমূল্যের সর্বোচ্চ % ডিসকাউন্ট)

ভুয়া বিও আইডি বন্ধে কমিশনের নির্দেশনার সময়সীমা বাড়ল: একই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, একই মোবাইল নম্বর একই ব্যাংক হিসাব নম্বর বিভিন্ন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে ব্যবহারের মতো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে যে ব্যক্তির নামে বিও অ্যাকাউন্ট, সেই ব্যক্তির এনআইডি, ব্যাংক হিসাব মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিত করতে গত ২০ জুন একটি সার্কুলার জারি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই সার্কুলারে কমিশন সব ডিপোজিটরি অংশগ্রহণকারীকে (ডিপি) নির্দেশ দেয়, উল্লিখিত নিয়মের কোনো ব্যত্যয় থাকলে তা ২১ জুলাইয়ের মধ্যে সংশোধন করতে হবে তবে সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কমিশন গতকাল ৭০৪তম কমিশন সভায় বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে

প্রসঙ্গত, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন, প্রি-আইপিও প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগ এবং সুবিধাভোগী ব্যক্তিদের ক্ষেত্রে ভুয়া তথ্যের মাধ্যমে বিও হিসাব খোলার প্রবণতা থাকে আইপিও আবেদনে শেয়ারপ্রাপ্তি নিশ্চিত করার জন্য একই ব্যক্তির নিজ নামে এবং অন্যদের নামে কয়েকশ এমনকি হাজারেরও বেশি বিও হিসাব খোলার ঘটনা রয়েছে মূলত বিও হিসাব ব্যবহারের ক্ষেত্রে এসব বেআইনি কর্মকাণ্ড রুখতেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন