প্যারিস জলবায়ু চুক্তি ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা ডেস্ক

 প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত সম্পর্কে জাতিসংঘকে অবগত করার কথা জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে অন্য দেশগুলোকে ক্ষোভ হতাশা প্রকাশ করতে দেখা গেছে খবর বিবিসি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বাক্ষরিত বৈশ্বিক চুক্তিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের এক বছর লাগবে সেই অনুসারে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কথা

প্যারিস জলবায়ু চুক্তিটি মার্কিনিদের ওপর অন্যায্য অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে উল্লেখ্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০১৫ সালে বিশ্বের ১৮৮টি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ ১৮৮টি দেশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াসের নিচে প্রাক-শিল্পায়ন যুগের স্তরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে

মূলত ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চুক্তিটির বিরোধিতা করে আসছিলেন ট্রাম্প সরে আসার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে চুক্তি স্বাক্ষর না করা বিশ্বের একমাত্র দেশে পরিণত করবে একই সঙ্গে চুক্তিটি ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ বাড়বে

ফ্রান্স জাপান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কয়েকশ স্থানীয় সরকার, ব্যবসা সংগঠন চুক্তিটিতে থাকার পক্ষে উই আর স্টিল ইন আন্দোলনে যোগ দিয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন