সিরিয়ায় দ্বিতীয় দফা যৌথ টহল সিরীয় ও রুশ বাহিনীর

বণিক বার্তা ডেস্ক

 সিরিয়ার উত্তরাঞ্চলের কবানি শহরে সাঁজোয়া যান নিয়ে স্থলপথে দ্বিতীয় দফা যৌথ টহল শুরু করেছে সিরীয় রুশ বাহিনী সম্প্রতি দেশ দুটির মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে তুর্কি সীমান্তবর্তী ওই অঞ্চলে বসবাসরত সিরীয় কুর্দিদের আরো ভেতরে ঠেলে দিতে যৌথ টহল শুরু করে আঙ্কারা মস্কো খবর রয়টার্স

প্রসঙ্গত, মাসখানেক আগে তুর্কি সিরিয়ার বিদ্রোহীদের একটি জোট কুর্দি অধ্যুষিত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অভিযান শুরু করে অঞ্চল থেকে পিপল প্রটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) যোদ্ধাদের হটিয়ে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) জায়গা নিয়ন্ত্রণে নেয় তুর্কি নেতৃত্বাধীন ওই বাহিনী

নিজেদের আগ্রাসনের একপর্যায়ে মস্কোর সঙ্গে গাঁটছড়া বাঁধে আঙ্কারা মস্কোর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী ওয়াইপিজি যোদ্ধাদের তুর্কি সীমান্ত থেকে হটিয়ে অন্তত ৩০ কিলোমিটার (১৯ মাইল) ভেতরে ঠেলে দিতে অপারেশন শুরু করে দেশ দুটির সম্মিলিত বাহিনী ওয়াইপিজি যোদ্ধাদের হটিয়ে দেয়ার পাশাপাশি ওই অঞ্চলে নিয়মিত টহল দিতে সম্মত হয় তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন