পানিপথের পোস্টার, ট্রেইলার

‘বড় যুদ্ধের সেরা কাহিনী’

ফিচার ডেস্ক

আশুতোষ গোয়ারিকার পানিপথ ছবির পোস্টার এবং ট্রেইলার মুক্তি পেয়েছে ট্রেইলার প্রকাশের ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ লাখ ভিউ পেয়েছে পানিপথ ছবির প্রধান চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর কৃতী শ্যানন তৃতীয় পানিপথ যুদ্ধ- কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ১৭৬১ সালে সদাশিব রাও ভাউয়ের নেতৃত্বে মারাঠি সৈন্যদের সঙ্গে আফগানিস্তানের রাজা আহমেদ শাহ আবদালির বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয় সোমবার ছবির নির্মাতারা প্রধান চরিত্রগুলোর একটি পোস্টার উন্মোচন করেন, যেটা সবার দৃষ্টি আকর্ষণ করে

ছবির পোস্টারে সঞ্জয় অর্জুনকে একে-অন্যের বিপক্ষে যোদ্ধাবেশে এবং কৃতীকে তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গতকাল সঞ্জয়, অর্জুন কৃতী তিনজনই সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেন পাশাপাশি প্রত্যেকের চরিত্র নিয়ে টুইটারে নিজস্ব অভিব্যক্তির কথা লেখেন ছবিতে সঞ্জয় দত্তকে আহমেদ শাহ আবদালি, কৃতীকে রানী পার্বতী বাই অর্জুনকে সদাশিব রাওয়ের ভূমিকায় দেখা যাবে

সঞ্জয় দত্ত ছবিতে তার চরিত্রের একটি ছবি শেয়ার করে তাতে শিরোনাম যুক্ত করে লেখেন, আহমদ শাহ আবদালিযেখানে তার ছায়া পড়ে, সেখানেই মৃত্যু ঘটে

পোস্টারে দত্তকে বড় দাড়ি, গোঁফসহ একজন যোদ্ধাবেশে দেখা যায়

অন্যদিকে কৃতী তার চরিত্রের একটি পোস্টার শেয়ার করে লেখেন, পার্বতী বাই একজন সত্যিকার রানীর মুকুটের দরকার হয় না পোস্টারে তাকে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় শাড়ি পরে থাকতে দেখা গেছে

ছবিতে অর্জুন কাপুরকে সাদাশিব রাও এবং কৃতীকে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে

টুইটারে হ্যাশট্যাগ পানিপথ লিখে অর্জুন একটি ছবি শেয়ার করে লেখেন, বড় যুদ্ধের সেরা কাহিনী!

তিনজন ছাড়াও ছবির কেন্দ্রীয় চরিত্রে পদ্মিনী কোলহাপুরি, জিনাত আমান, মহনিশ বাহল, সাহিল সালাথিয়াকে দেখা যাবে ছবিতে জিনাত আমানের অভিনয় প্রসঙ্গে পরিচালক আশুতোষ আগেই বলেছিলেন, তার সঙ্গে কাজ করা সত্যিই সম্মানের এবং আনন্দের তার অনেক ছবি আমি পছন্দ করি, বিশেষ করে ছবিতে তার অভিনয় তার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বিশাল তারকাখ্যাতি থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত নম্র

 

সূত্র: ডিএনএ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন