সিটির পূর্বাভাস

কমবে আকরিক লোহার দাম ঊর্ধ্বমুখী থাকবে কয়লা

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম ছিল ঊর্ধ্বমুখী অন্যদিকে চাহিদা কমে আসায় মন্দা ভাব বজায় ছিল কয়লার বাজারে ইস্পাতের দামে মোটামুটি স্থিতিশীলতা বজায় ছিল তবে আগামী বছর পরিস্থিতি উল্টো দিকে মোড় নিতে পারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকায় কমে আসতে পারে আকরিক লোহার দাম এদিকে চাহিদা বাড়ায় বাড়তে পারে ধাতব কয়লার দাম ইস্পাতের চাহিদা দামে খুব একটা প্রবৃদ্ধি না থাকলেও দামে ধস নামার সম্ভাবনা ক্ষীণ খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস

সম্প্রতি লন্ডন মেটাল এক্সচেঞ্জের এক আয়োজনে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা করপোরেশনের (সিটি) গবেষণা বিশ্লেষক ট্রেসি লিয়াও তথ্য দিয়েছেন

তিনি বলেন, ২০২০ সালে চীনের বাজারে ৬২ শতাংশ পরিশোধিত আকরিক লোহার দাম দাঁড়াতে পারে টনপ্রতি গড়ে ৮০ ডলার চলতি বছর শেষে ধাতু পণ্যটির দাম হতে পারে প্রতি টনে গড়ে ৯৪ ডলার অর্থাৎ আগামী বছর আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম টনপ্রতি গড়ে ১৪ ডলার করে কমে যেতে পারে

এখানেই শেষ নয়, লিয়াওয়ের দেয়া তথ্য অনুযায়ী, খনিজ পণ্যটির দরপতনের ধারা অব্যাহত থাকতে পারে পরের বছরও ২০২১ ২০২২ সালে আকরিক লোহার দাম টনপ্রতি গড়ে ৬০ ডলারে নেমে আসতে পারে যেখানে গত বছর ধাতুটির দাম কমে টনপ্রতি ৬৯ ডলারে নেমেছিল

সে হিসাবে গত বছরের তুলনায় ২০১৯ সালটি ছিল আকরিক লোহার জন্য একটি দুর্দান্ত বছর মূলত চাহিদা অনুপাতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট সময় ধাতু পণ্যটির দামে চাঙ্গা ভাবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে বছরের শুরুতেই বিশ্বের শীর্ষ আকরিক লোহা উত্তোলন কোম্পানি ব্রাজিলের বহুজাতিক প্রতিষ্ঠান ভ্যালে দুর্ঘটনার শিকার হয় একটি বাঁধ ভেঙে খনিজ কোম্পানিটির কয়েকজন শ্রমিক মারা যান দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটি কয়েকটি কূপ থেকে তাদের উত্তোলন স্থগিত করে এতে কোম্পানিটির আকরিক লোহা উত্তোলন কমে কয়েক বছরের সর্বনিম্নে নেমে আসে এবং এখনো কোম্পানিটি পুরোপুরি কার্যক্রমে ফিরতে পারেনি

এছাড়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ আকরিক লোহা উত্তোলনকারী দেশ অস্ট্রেলিয়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উত্তোলন কমাতে বাধ্য হয় এতে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি উল্লেখযোগ্য হারে কমে যায় বিশ্বব্যাপী ইস্পাত তৈরির অন্যতম কাঁচামাল পণ্যটির সরবরাহ সংকটের আশঙ্কায় দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে তবে আগামী বছর এসব সমস্যা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন