দাম কমেছে ভিয়েতনামি চালের

বণিক বার্তা ডেস্ক

 কয়েক মাস ধরে ভিয়েতনামের চালের মূল্য ঊর্ধ্বমুখী ছিল কিন্তু অন্যতম শীর্ষ ক্রেতা দেশ ফিলিপাইন চীনের বাজারে চাহিদা কমে যাওয়ায় সপ্তাহে চালের মূল্য কমেছে খবর বিজনেস রেকর্ডার 

গত সপ্তাহে প্রতি টন ভিয়েতনামি চালের মূল্য ছিল ৩৫০ থেকে ৩৫৫ ডলার, যা প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ কিন্তু গতকাল দেশটির চালের মূল্য ( শতাংশ ভাঙা) কমে প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৩৪৫ থেকে ৩৫০ ডলার

চালের বাজারে মন্দা ভাবের কারণ উল্লেখ করে হোচিমিন শহরের একজন ব্যবসায়ী জানান, ফিলিপাইন চীনের মতো শীর্ষ ক্রেতা দেশে খাদ্যপণ্যটির চাহিদা কম থাকায় ব্যবসা কিছুটা খারাপ সময় পার করছে তবে আগামী ডিসেম্বর থেকে পুরোদমে আবার ব্যবসা ফিরে আসবে বলে মনে করেন তিনি 

সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ভিয়েতনামের চাল রফতানি দশমিক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬০ হাজার টনে তবে রফতানি বাড়লেও খাত থেকে দেশটির আয় কমেছে সময় দেশটির রফতানি আয় দশমিক শতাংশ কমেছে

অন্যদিকে শীর্ষ চাল রফতানিকারক ভারতে খাদ্যপণ্যটির দাম অপরিবর্তিত রয়েছে  গত সপ্তাহে ভারতের প্রতি টন সিদ্ধ চালের ( শতাংশ ভাঙা চাল) দাম ছিল ৩৬৮ থেকে ৩৭২ ডলার, যা সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে

অন্যদিকে আরেক অন্যতম শীর্ষ রফতানিকারক দেশ থাইল্যান্ডে সপ্তাহে প্রতি টন চাল বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪১৩ ডলারে যেখানে গত সপ্তাহে প্রতি টনের দাম ছিল ৩৯৬ থেকে ৪১০ ডলার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন