জাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ২৫

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০-২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে একটি মিছিল সহযোগে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এসময় ভিসিপন্থি কয়েকজন শিক্ষকও ওই মিছিলে ছিলেন। 

তারা বলছেন, হামলায় আন্দোলনকারী মারিয়াম ছন্দা নামে এক ছাত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহাথির মোহাম্মদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন