পেট্রাপোল বন্দরের প্রিন্টার বিকল

বেনাপোলে টানা তিনদিন আমদানি বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি যশোর

ভারতের পেট্রাপোল বন্দরের প্রিন্টার বিকল হয়ে পড়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা তিনদিন আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কাজ চলছে। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও স্বাভাবিক।

আমদানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পণ্যবোঝাই পাঁচ শতাধিক ট্রাক পেট্রাপোলে আটকা পড়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল জানান, নভেম্বর সকাল থেকে এখন পর্যন্ত পথে আমদানি বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে রফতানি পণ্যের চালান পেট্রাপোলে গ্রহণ করা হচ্ছে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল বন্দরে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় কাগজ-কলমের কাজ অনলাইনে করা হয়। পেট্রাপোল বন্দরে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত প্রিন্টার কাজ না করায় কাগজপত্রের জটিলতায় পণ্য খালাস বাংলাদেশে পণ্য রফতানি-সংক্রান্ত সব কাজ বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, থেকে নভেম্বর সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশের ১৮২টি ট্রাক পণ্য নিয়ে ভারতে গেছে। কিন্তু প্রিন্টার বিকল থাকায় পেট্রাপোল প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারেনি। কারণে ট্রাকগুলো ফিরতে পারছে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন