জিপিএইচ ইস্পাতের কনফারেন্স অন টিম বিল্ডিং অ্যান্ড নলেজ শেয়ারিং অনুষ্ঠিত

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে নভেম্বরকনফারেন্স অন টিম বিল্ডিং অ্যান্ড নলেজ শেয়ারিংশীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জিপিএইচ ইস্পাত। এতে উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এতে তিনি বলেন, অচিরেই জিপিএইচ ইস্পাত বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তিতে অটোমেটেডভাবে উৎপাদিত বিশুদ্ধ পণ্য নিয়ে বিপণনে যাবে।

জিপিএইচ ইস্পাত চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবীর বলেন, বিশ্বমানের কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তিতে উৎপাদিত পণ্য বিপণন করতে পারা গর্বের ব্যাপার। সুন্দর প্রডাক্টকে একজন দক্ষ শুদ্ধ ব্যক্তি বিপণন করবে। এর জন্য প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট মানবসম্পদ গড়ে তুলতে হবে।

সূচনা বক্তব্য দিতে গিয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেছেন, কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি দ্বারা উৎপাদিত পণ্য ডেলিভারি, লজিস্টিক, মানবসম্পদ, মার্কেটিং অ্যান্ড সেলস সবকিছু বিশ্বমানের হিসেবে গড়ে তোলা হবে। এতে আরো বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের পরিচালক আজিজুল হক রাজু, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল ওয়াহাব, উপদেষ্টা মুসফীক সালেহীন সাদাফ।

সম্মেলনে ওভারঅল প্রজেক্ট প্রেজেন্টেশন দেন হেড অব প্রজেক্ট ইঞ্জিনিয়ার . সাঈদ সুমন। কোয়ালিটি আসপেক্টের ওপর উপস্থাপনা দেন ইঞ্জিনিয়ার আসিফুল হক। নলেজ শেয়ারিং অন কোয়ান্টাম আর্ক ফার্নেসের ওপর বক্তব্য রাখেন টেকনিক্যাল অডিটর অনিন্দ কে ব্যানার্জি। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মাদানী ইমতিয়াজ হোসেন, ইঞ্জিনিয়ার জহিরুল হক, ইঞ্জিনিয়ার রফিক ইসলাম, ইঞ্জিনিয়ার ইয়াহিয়া রিজভী। কনফারেন্সে জিপিএইচ ইস্পাত লিমিটেডের সমগ্র বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং, ব্র্যান্ড, টেকনিক্যাল সাপোর্ট রিটেলারদের প্রায় ১৫০ জন প্রতিনিধি যোগদান করেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন