হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১৩ চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ৪ জন

বণিক বার্তা প্রতিনিধি হিলি

 মারাত্মক চিকিৎসক সংকটে ভুগছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতালে ১৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র চারজন ফলে উপজেলার প্রায় এক লাখ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে হিলি স্থলবন্দরের অদূরে চণ্ডীপুরে স্থাপন করা হয় ৩১ শয্যার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর ২০১৩ সালে হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০- উন্নীত করা হয় বর্তমানে এখানে চিকিৎসক হিসেবে রয়েছেন চারজন মেডিকেল অফিসার অথচ শিশু বিশেষজ্ঞ, মেডিসিন, গাইনি, সার্জনসহ এখানে চিকিৎসকের পদ রয়েছে ১৩টি চিকিৎসকের সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নবনির্মিত ভবন উদ্বোধন হলেও সেটি পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রফিকুল ইসলাম সাজ্জাদ হোসেন বলেন, তারা গত শনিবার থেকে এখানে ভর্তি আছেন তারপর থেকে শুধু একজন চিকিৎসকই দিনে দুবার তাদের খোঁজ নিচ্ছেন তাছাড়া এখানে ইসিজি আল্ট্রাসনোগ্রাম মেশিন দিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই ফলে তাদের বাইরে থেকে এসব স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে একই সঙ্গে হাসপাতালটিতে সরকারি ওষুধেরও অপ্রতুলতা রয়েছে

নাজমা বেগম নামে এক নারী বলেন, ঠাণ্ডা লাগায় তার শিশুকে দেখানোর জন্য হাসপাতালে এসেছেন কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকেও চিকিৎসকের দেখা পাননি পরে একজন চিকিৎসক পাঁচটি ওষুধের নাম লিখে দিলেও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় দুটি ওষুধ

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুপা সাহা বলেন, ৫০ শয্যার হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৩০০-৩৫০ রোগী আসেন এছাড়া ইনডোর জরুরি বিভাগেও প্রচুর রোগী হয় এত সংখ্যক রোগীকে মাত্র চারজন মেডিকেল অফিসার দিয়ে সামলানো কষ্টসাধ্য তার পরও আমরা তাদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি

বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল মাহমুদ বলেন, মাত্র চারজন চিকিৎসক দিয়ে প্রতিদিন ইনডোর, আউটডোর জরুরি বিভাগের চার শতাধিক রোগীকে সেবা দিতে হয় এদিকে বেশ কিছুদিন ধরে অপারেটরের অভাবে হাসপাতালে ইসিজি মেশিনটি চালানো যাচ্ছে না তাছাড়া এখানে আল্ট্রাসনোগ্রাম মেশিনও নেই

তিনি আরো বলেন, এখানে পদ অনুযায়ী চিকিৎসক পদায়ন হলে রোগীদের আরো ভালো সেবা দেয়া সম্ভব হবে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করছি, দ্রুত এসব সমস্যার সমাধান হবে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন