নারায়ণগঞ্জে ভবনধস

তদন্ত কমিটি গঠন, সন্ধান মেলেনি নিখোঁজ শিশুর

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার তাঁতিপাড়া এলাকায় চারতলা ভবন ধসের ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে গত রোববার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানা আকতারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে

এদিকে ভবন ধসের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশু ইফতেখার আলম ওয়াজেদের সন্ধান পাওয়া যায়নি

এর আগে গত রোববার বিকালে চারতলা ভবন ধসে পড়ে আটকা পড়ে তিন শিক্ষার্থীসহ ছয়জন ওইদিনই পাঁচজনকে উদ্ধার করা হয় এর মধ্যে শোয়েব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

ওয়াজেদের বাবা জহিরুল ইসলাম রুবেল জানান, দুই ভাই-বোনের মধ্যে ওয়াজেদ সবার বড় এলাকার সবাই তাকে অনেক পছন্দ করত ভবন ধসের ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে ছেলেটা আমার বেঁচে আছে কিনা বুঝতে পারছি না

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন রোববার বিকাল থেকে গতকাল দিনভর উদ্ধার অভিযান অব্যাহত ছিল

তিনি বলেন, ভবনটি ধসে ছয়-সাত ফুট পানির নিচে দেবে যাওয়ায় অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য আব্দুস সোবাহান বলেন, ছয়জন ডুবুরি উদ্ধারকাজে সহায়তা করছেন ভবনটি ধসে নরম মাটিতে দেবে যাওয়ায় নিচে যাওয়া সম্ভব হচ্ছে না

ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গত রোববার বিকাল থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধার তত্পরতা শুরু করে দিনে-রাতে গত ২৪ ঘণ্টায় ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম ডুবুরি দলের সদস্যরা ভবনের প্রতিটি কক্ষে ঢুকে তল্লাশি চালিয়েছেন কিন্তু কোথাও ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে, ওয়াজেদ বারান্দায় থাকায় ভবন ধসের সময় মাটির নিচে সেও দেবে গেছে

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভবন ধসের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রেহানা আকতারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি প্রতিবেদনে কারো গাফিলতির কথা উল্লেখ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন