পাকিস্তানে মেয়েদের দুর্দান্ত জয়

পাকিস্তান সফরে টি২০ সিরিজে টানা তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম ওয়ানডে ম্যাচেও হার এতে দুটি সিরিজেই ধবলধোলাই হয়ে দেশে ফেরার শঙ্কা ছিল বাংলাদেশ দলের তবে তেমনটি হতে দেননি রুমানা আহমেদরা গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্নায়ুক্ষয়ী ম্যাচে স্বাগতিকদের উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ২১০ রানে অলআউট করে বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা রুমানা বোলিংয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৫ রানে নেন ৩টি উইকেট এছাড়া টি২০ দলনায়ক সালমা খাতুন ৩৬ রানে ২টি পান্না ঘোষ ১টি উইকেট নেন বোলারদের মতো কৃতিত্ব দেখান বাংলাদেশের ফিল্ডাররাও তাই তো পাকিস্তানের চার ব্যাটসম্যানকে রানআউটের শিকার হতে হয় পাকিস্তান ওপেনার নাহিদা খান সর্বোচ্চ ৬৩ রান করেন ৭৯ বলের মোকাবেলায় এছাড়া আলিয়া রিয়াজ ৩৬ অধিনায়ক বিসমাহ মারুফ ৩৪ রান করেন

জবাবে দলীয় ২৯ রানের মধ্যেই দুই সুলতানাকে (শারমিন সুলতানা নিগার সুলতানা) হারায় বাংলাদেশ তবু লক্ষ্যে অবিচল থাকে দল তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুন (৬৭ বলে ৪৪) ফারজানা হক (৯৭ বলে ৬৭) দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভারে বোর্ডে যোগ করেন ৮২ রান এতে দারুণ ভিত পায় সফরকারী দল মুর্শিদার বিদায়ের পর রুমানাকে নিয়ে দলকে টানেন ফারজানা দুজন যোগ করেন ৫৭ রান রুমানা ৩১ রান করে বিদায় নিলে তার জায়গায় নামা সানজিদা ইসলামও কাঁধে দায়িত্ব তুলে নেন তিনি ২০ রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন

শেষ দিকে চাপের মুখে দ্রুত কয়েকটি উইকেট হারালেও বাংলাদেশকে জয়বঞ্চিত রাখা যায়নি ৪৮. ওভারে নবম উইকেট পতনের পর জাহানারা (*) নাহিদা আকতার (*) দৃঢ়তা দেখিয়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ক্রিকইনফো, আইসিসি

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান নারী দল: ২১০ (নাহিদা ৬৩, আলিয়া রিয়াজ ৩৬, বিসমাহ ৩৪; রুমানা /৩৫, সালমা /৩৬) বাংলাদেশ নারী দল: ৪৯. ওভারে ২১১/ (ফারজানা ৬৭, মুর্শিদা ৪৪, রুমানা ৩১, শারমিন ২৭; বিসমাহ /২৪, সৈয়েদা আরুব শাহ /৩৭) ফল: বাংলাদেশ নারী দল উইকেটে জয়ী সিরিজ: দুই ম্যাচ সিরিজ -- ড্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন