আজ মাঠে বার্সা, লিভারপুল

ইউরোপের সেরা দল হতে পারে বার্সেলোনা, তবে মুহূর্তে মানসিকভাবে বেশ বিধ্বস্তই আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা শনিবার লা লিগায় লেভান্তের মাঠে - গোলে ধরাশায়ী হন লিওনেল মেসিরা ক্ষত না শুকাতেই আজ তারা আরো বড় মঞ্চে বড় পরীক্ষায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে আজ কাতালনারা খেলবে চেক দল স্লাভিয়া প্রাগের বিপক্ষে অবশ্য ম্যাচটি নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বলে খানিকটা স্বস্তি নিয়েই খেলতে পারবেন মেসিরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে

লেভান্তের কাছে হারে বার্সার স্মৃতিতে জেগে উঠেছে ২০১৯ ২০১৮ সালের স্মৃতি টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত দল বার্সেলোনা গতবার সেমিতে লিভারপুলের কাছে তার আগের মৌসুমে কোয়ার্টারে রোমার কাছে অঘটনের শিকার হয় কাতালানরা তবে ভালভার্দের দল সেই ভুল থেকে শিক্ষা নিতে পারেনি বলেই লেভান্তের কাছে এভাবে হারতে হয় আজ এফ গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দল স্লাভিয়ার বিপক্ষে জিতে অবশ্য হতাশা দূর করার সুযোগ রয়েছে বার্সার ম্যাচে পয়েন্ট নিয়ে বার্সাই গ্রুপের শীর্ষে সমান ম্যাচে পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান, তিনে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের ঝুলিতেও পয়েন্ট আজ বরুশিয়ার মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে ইন্টার মিলান

গ্রুপে পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাপোলি, তাদের চেয়ে পয়েন্ট কম দিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ইয়ুর্গেন ক্লোপের দল আজ ঘরের মাঠে খেলবে বেলজিয়ান দল গেঙ্কের বিপক্ষে, অন্যদিকে ন্যাপোলি আতিথ্য দেবে অস্ট্রিয়ান ক্লাব সলজবুর্গকে কোনো অঘটন না ঘটলে আজও গ্রুপের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারছে না চ্যাম্পিয়নরা তবে নিজেদের কাজটি করে রাখতে চাইবে ক্লোপের শিষ্যরা পরশু প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলাকে - গোলে হারিয়েছে অল রেডরা লিগে ম্যানসিটির চেয়ে পয়েন্টে এগিয়ে থাকায় বেশ আত্মবিশ্বাসী ক্লোপের দল আজ ইউরোপেও জয় চাইবে ইংলিশ জায়ান্টরা

জয়রথে থাকা চেলসি আজ ঘরের মাঠে খেলবে গতবারের সেমিফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ব্লুজদের আশা দেখাচ্ছেন উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিক বার্নলের বিপক্ষে তার হ্যাটট্রিকে ভর দিয়ে চেলসি তুলে নেয় - গোলের জয় শনিবার ওয়াটফোর্ডকে - গোলে হারানোর দিনও লক্ষ্যভেদ করেন তিনি তাকে নিয়ে চেলসি কোচ ফ্রাংক ল্যাম্পার্ডের আশাবাদ,

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন