নিরাপদে ওমানে ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক

 ফ্লাইট জটিলতায় একদিন পর ওমান গেল জাতীয় ফুটবল দল এদিকে স্পেন থেকে ওমানে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া

এশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ১৪ নভেম্বর স্বাগতিক দেশের রাজধানী মাসকাটে ওই ম্যাচের প্রস্তুতি নেবে লাল-সবুজরা প্রস্তুতির পাশাপাশি স্থানীয় একটি ক্লাব দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল

রোববার রাতে মাসকাটের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল দলের সদস্যদের বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েও গিয়েছিল কিন্তু বিমানে ত্রুটির কারণে উড্ডয়নের ঘণ্টা পর জরুরি অবতরণ করতে হয়

পরে দলের সদস্যদের বিমানবন্দরসংলগ্ন এক হোটেলে রাখা হয় গতকাল সকালে মাসকাটের উদ্দেশে ফের যাত্রা করেন দলের সদস্যরা দুপুরের পরই বাংলাদেশ দল মাসকাটে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স ম্যানেজার জাবের বিন তাহের আনসারী

এদিকে লা লিগায় লেভান্তে-বার্সেলোনা ম্যাচের ধারাবিবরণী দিতে স্পেনে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন মিডফিল্ডার স্পেন থেকে মাসকাটে পৌঁছানোর পর জামাল ভূঁইয়াকে দারুণ এক চমক দিয়েছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশী মাসকাটে বসবাসকারী চার যুবক জাতীয় পতাকা নিয়ে বিমানবন্দরে মিডফিল্ডারকে বরণ করেন সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক নিজের ফেসবুক পেজে লেখেন, ওমানে কয়েকজন বাংলাদেশী ভাইয়ের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়েছি, সম্মানবোধ করছি স্পেন থেকে ওমান আসার পথে তারা আমাকে বরণ করেছেন ভালোবাসা সমর্থনের জন্য বাংলাদেশী ভাইদের ধন্যবাদ

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গতকালই দলে যোগ দেয়ার কথা প্রধান কোচ জেমি ডের ছুটিতে থাকা অন্য বিদেশী কোচিং স্টাফদের গতকালই দলের সঙ্গে যোগ দেয়ার কথা আজ থেকে পুরোদমে প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের

ওমান যাত্রার আগে বিমানের জরুরি অবতরণে আতঙ্ক বিরাজ করছিল দলের সদস্যদের মাঝে গতকাল ওমানে পৌঁছানোর আগ পর্যন্ত সে আতঙ্ক ছিল শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর পর যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন ফুটবলাররা

রোববার রাত ৮টা ৪৪ মিনিটে দলের মিডফিল্ডার বিপলু আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ওমানের উদ্দেশে যাত্রা, মিশন ২০২২ ওয়ার্ল্ডকাপ বাছাই সকাল ৮টায় আরেক পোস্টে তিনি লিখেছেন, আজকের সকালটা অন্য রকম হতেও পারত আল্লাহর অশেষ রহমতে এখন আমরা সবাই সুস্থ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন