সমস্যার সমাধান হলেই আরসিইপি স্বাক্ষর করবে ভারত

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি প্রস্তাবিত রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) স্বাক্ষরের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে ভারত সরকার। চুক্তিসংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও এখনো এগুলোর সমাধান করা হয়নি বলে জানিয়েছে ভারত। চুক্তিটি স্বাক্ষর হলে বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোটের অংশীদার হবে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

চীন সমর্থিত আরসিইপি গঠনে শনিবার ব্যাংককে আলোচনায় বসে ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) আসিয়ান সদস্য ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ভিয়েতনাম ছাড়াও চীন, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া আরসিইপির অন্তর্ভুক্ত।

বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য মুহূর্তে থাইল্যান্ডে অবস্থান করছেন ১৬টি দেশের নেতারা। বৈঠক শেষে একটি প্রাথমিক আরসিইপি চুক্তি ঘোষণার আশা করা হচ্ছে। এতে দেশগুলো চুক্তিটির আইনি নথি চূড়ান্তের কাজ শুরু করতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন