অবৈধ সম্পদ অর্জন

লোকমান হোসেন ভূঁইয়া ৭ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ (ভারপ্রাপ্ত পরিচালক) লোকমান হোসেন ভূঁইয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সাতদিনেরই রিমান্ড আবেদন করেছিলেন।

এদিকে একই অভিযোগে করা মামলায় অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি পিছিয়ে ১৩ নভেম্বর ধার্য করেছেন আদালত। মাদক, মানিলন্ডারিং ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় কারাগারে থাকা এ আসামি অসুস্থ থাকায় গতকাল তার রিমান্ড আবেদনের শুনানি হয়নি। গত ২৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদনসহ এ রিমান্ড আবেদন করেন।

গত ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীর মণিপুরীপাড়ার বাসা থেকে গ্রেফতার করে র্যাব। গত ২৭ অক্টোবর দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন