রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বণিক বার্তা ডেস্ক

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান আসিয়ান সম্মেলনে গতকাল দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সামনে বক্তব্য দেয়ার সময় এ আহ্বান জানান তিনি। এ সময় মঞ্চে মিয়ানমারের কার্যত সরকারপ্রধান অং সান সু চিও উপস্থিত ছিলেন। খবর এএফপি।

২০১৭ সালে রাখাইন প্রদেশে বর্মি সেনাবাহিনীর অভিযানের সময় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। বিভিন্ন সময় সেনা নির্যাতনে দেশ ছাড়া আরো অন্তত তিন লাখ রোহিঙ্গা আগে থেকেই এদেশে অবস্থান করছে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে এ ১০ লক্ষাধিক রোহিঙ্গার থাকার ব্যবস্থা করা হয়েছে। কয়েক বছর ধরে বাংলাদেশ এ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে নানাভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মিয়ানমারের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া মিলছে না। আসিয়ান শীর্ষ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের কার্যত সরকারপ্রধান অং সান সু চির উপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সামনে বলেন, রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

গুতেরেস বলেন, রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে ও স্থায়ীভাবে ফিরতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করা মিয়ানমারের দায়িত্ব।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব যখন কথা বলছিলেন, তখন মঞ্চে অং সান সু চিকে ভাবলেশহীনভাবে বসে থাকতে দেখা যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন