আইসিসিআইটির ২২তম সম্মেলন ১৮-২০ ডিসেম্বর

ফিচার প্রতিবেদক

বাংলাদেশে কম্পিউটার তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি) ২২তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮-২০ ডিসেম্বর অনুষ্ঠেয় এবারের সম্মেলনের আয়োজক সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

এবারের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের কম্পিউটার তথ্যপ্রযুক্তিবিষয়ক পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ শিক্ষার্থীদের বিষয় নিয়ে তাদের চিন্তা, দর্শন, জ্ঞান গবেষণালব্ধ ফলের ওপর আলোচনা-পর্যালোচনার এক মঞ্চ তৈরি করে দেয়া।

সম্মেলনে অংশগ্রহণকারীরা গবেষক অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কম্পিউটার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন জ্ঞান, অভিজ্ঞতা নিয়ে আলোচনা এবং মতামত আদান-প্রদানের সুযোগ পাবেন। কম্পিউটার, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার প্রকৌশল, যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নতুন আবিষ্কার এবং সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে সম্মেলনে আলোচনা হয়ে থাকে। পাশাপাশি ব্যবহারিক এবং শিল্প খাতে এর প্রায়োগিক দিক নিয়েও আলোচনা হয়।

বছর আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো অ্যালগরিদম বা গাণিতিক পরিভাষা, কম্পিউটারের মাধ্যমে বাংলা ভাষার প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো-ইনফরমেটিকস, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটারভিত্তিক শিক্ষা, কম্পিউটার গ্রাফিকস, মাল্টিমিডিয়া, কম্পিউটার অন্তর্জাল, ডাটা আদান-প্রদান, কম্পিউটার দৃষ্টি, ক্রিপ্টোগ্রাফি, ইন্টারনেট নিরাপত্তা, সংকেত বিজ্ঞান, সাইবার নিরাপত্তা, ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল পরিগণনা, ডিজিটাল নকশা কাঠামো তৈরি, ডাটা তথ্য বিশ্লেষণ, ডিজিটাল সংকেত ছবির প্রক্রিয়াকরণ, তথ্য প্রকৌশলবিদ্যা, রোবোটিকস, স্বয়ংক্রিয় কাঠামো, স্যাটেলাইট যোগাযোগ, মোবাইল যোগাযোগ, তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, সফটওয়্যার প্রকৌশল, কাঠামোর নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রভৃতি।

খাতের বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় সম্মেলন বিশেষ অবদান রাখতে পারবে।

সম্মেলনে উপস্থিত থাকবেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সভাপতি মো. রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক . এএনএম মেশকাত উদ্দীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন