থাইল্যান্ড থেকে চাল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিলিপাইনের

বণিক বার্তা ডেস্ক

থাইল্যান্ড থেকে চাল আমদানির ওপর দেয়া বিধিনিষেধ প্রত্যাহার করল ফিলিপাইন। ব্যাংককের পক্ষ থেকে আপত্তির জেরে আমদানি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। খবর দ্য ন্যাশন থাইল্যান্ড।

পরীক্ষামূলকভাবে আরোপ করা নিষেধাজ্ঞার ফলে চলতি বছরের প্রথম নয় মাসে থাইল্যান্ড থেকে ফিলিপাইনের বাজারে চাল রফতানি কমেছে ৬১ দশমিক ৬৫ শতাংশ। সময় সব মিলিয়ে দেশটিতে লাখ ৪৩ হাজার ৩৪৪ টন চাল রফতানি করেছে থাইল্যান্ড।

কৃষি বিভাগের পক্ষ থেকে চাল আমদানি নীতিমালাকে দুর্বল আখ্যা দেয়ার পর থাইল্যান্ড থেকে চাল আমদানিতে পরীক্ষামূলকভাবে বিধিনিষেধ আরোপ করে ফিলিপাইন সরকার। এর আগে দেশটির চাল আমদানি নিয়ন্ত্রণ করত ন্যাশনাল ফুড অথরিটি। পরবর্তী সময় সরকার আমদানি নীতিমালা কঠিন করতে এটির নিয়ন্ত্রণ নেয় এবং কঠোর বিধিনিষেধ আরোপ করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন