যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞা নবায়ন ইরানের

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওপর পূর্বারোপিত আলোচনা নিষেধাজ্ঞা নবায়ন করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানে মার্কিন দূতাবাস দখলের ৪০তম বার্ষিকীর একদিন আগে সিদ্ধান্ত জানালেন তিনি। দেশ দুটির মধ্যে অহি-নকুল সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন খামেনি। খবর রয়টার্স।

তিনি বলেন, মার্কিন রাজনৈতিক অনুপ্রবেশ রোখার একমাত্র পথ হলো তাদের সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞা বলবৎ রাখা। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান। শত্রুর সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে বলে যারা বিশ্বাস করে, তারা সম্পূর্ণ বোকার স্বর্গে আছে। খামেনির বক্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।

প্রসঙ্গত, বিশ্ব ছয় শক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের পারমাণবিক চুক্তি হয়। মার্কিন প্রশাসন গত বছর হঠাৎ করে চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ালে দুই দেশের সম্পর্ক আরো জটিল হয়ে পড়ে। ওই চুক্তির শর্ত অনুযায়ী দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি পেয়ে পারমাণবিক কার্যক্রম সংকুচিত করতে সম্মত হয়েছিল তেহরান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন