ওয়ানএমডিবি কেলেঙ্কারি

গোল্ডম্যানের ক্ষতিপূরণ প্রস্তাব প্রত্যাখ্যান মালয়েশিয়ার

বণিক বার্তা ডেস্ক

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) কেলেঙ্কারির ক্ষতিপূরণ হিসেবে গোল্ডম্যান স্যাকসের প্রায় ২০০ কোটি ডলারের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া। কেলেঙ্কারির ক্ষতিপূরণ হিসেবে মার্কিন ব্যাংকটির কাছে মালয়েশিয়ার দাবি ছিল ৭৫০ কোটি ডলার। খবর গার্ডিয়ান।

গোল্ডম্যান প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার বর্তমান সাবেক ১৭ পরিচালকের বিরুদ্ধে বিনিয়োগকারীদের কাছে ৬৫০ কোটি ডলার বন্ড বিক্রি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনেছে কুয়ালালামপুর। অর্থ ২০০৯ সালে প্রতিষ্ঠিত সার্বভৌম সম্পদ তহবিল ওয়ানএমডিবির জন্য উত্তোলন করতে সহায়তা করেছিল গোল্ডম্যান।

গোল্ডম্যানের প্রস্তাব সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ওয়ানএমডিবি কেলেঙ্কারির ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২০০ কোটি ডলার অর্থ আমাদের প্রস্তাব করেছে গোল্ডম্যান। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে যা আমাদের প্রস্তাব করেছে, তা নিয়ে আমরা সন্তুষ্ট নই। আমরা তাদের সঙ্গে বিষয়ে আরো আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা যৌক্তিক কারণ দর্শাতে পারলে আমরা ৭৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে তাদের জোরাজুরি করব না।

বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষে গোল্ডম্যানের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে চলমান তদন্তের ইতি টানার সম্ভাবনা নিয়ে গত মাসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে গোল্ডম্যান। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকায় বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা যায়নি মাহাথিরের মুখপাত্রের সঙ্গে।

এদিকে নাজিব রাজাক প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিষ্ঠিত ওয়ানএমডিবি থেকে ৪৫০ কোটি ডলার পাচারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষগুলো। প্রসঙ্গত, কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত বছরের সাধারণ নির্বাচনে মাহাথিরের কাছে আশ্চর্যজনকভাবে পরাজিত হন নাজিব।

ওয়ানএমডিবি কেলেঙ্কারির অভিযোগে গোল্ডম্যানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও কেলেঙ্কারির মূল হোতা পলাতক জো লোর সঙ্গে বোঝাপড়া বা যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মাহাথির। তবে লো তার বিরুদ্ধে এমন অভিযোগ বারবার অস্বীকার করে এসেছেন। এছাড়া মাহাথিরের অধীনে ওয়ানএমডিবি কেলেঙ্কারির ন্যায়বিচার সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে লোর কাছ থেকে ওয়ানএমডিবি কেলেঙ্কারি বাবদ ১০০ কোটি ডলার আদায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। অন্যদিকে লোর বাজেয়াপ্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় আনার জন্য একটি মামলা দায়েরের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন