অক্টোবরেও সংকুচিত মার্কিন ম্যানুফ্যাকচারিং কার্যক্রম

বণিক বার্তা ডেস্ক

ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) জানিয়েছে, অক্টোবরে যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম সংকুচিত হয়েছে। অক্টোবর নিয়ে টানা তিন মাস ম্যানুফ্যাকচারিং কার্যক্রম সংকুচিত হলো দেশটির। খবর সিনহুয়া।

অক্টোবরে ইউএস পারচেজিং ম্যানেজারসইনডেক্স (পিএমআই) দাঁড়িয়েছে ৪৮ দশমিক শতাংশ। সেপ্টেম্বরে পিএমআই দাঁড়িয়েছিল ৪৭ দশমিক শতাংশ, যা ছিল এক দশকের সর্বনিম্ন। পিএমআইতে ৫০ শতাংশের নিচে নামার অর্থ সংকোচন।

আইএসএমের ম্যানুফ্যাকচারিং বিজনেস সার্ভে কমিটির চেয়ারম্যান টিমোথি ফিওরি বলেন, সেপ্টেম্বরের তুলনায় গত মাসে পিএমআই কিছুটা বেড়েছে, তবে ব্যবসায়িক মনোভাব এখনো সতর্ক। ব্যবসা খাতে এমন অবস্থার জন্য বৈশ্বিক বাণিজ্য এখনো সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

১৮ ম্যানুফ্যাকচারিং শিল্প খাতের মধ্যে মাত্র পাঁচটি অক্টোবরে প্রবৃদ্ধি করতে পেরেছে, যেখানে ১২টির সংকোচন ঘটেছে।

ম্যানুফ্যাকচারিং খাতের সর্বশেষ তথ্য এটা নিশ্চিত করছে যে চীন অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপর যে শুল্ক ওয়াশিংটন বসিয়েছে, তা মূলত মার্কিন ব্যবসা সার্বিক অর্থনীতিরই ক্ষতি করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন