বাংলালিংক ইনোভেটরস ৩.০ বিজয়ীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

দেশের উদ্ভাবনী তরুণদের জন্য আয়োজিত ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটরসের তৃতীয় আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রায় ১৭ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের আয়োজনে প্রথম হয়েছে টিম সিলভার লাইনিং। দলটি তাত্ক্ষণিকভাবে যানবাহনের সার্বিক অবস্থা মনিটরিংয়ের ডিজিটাল পরিকল্পনা উপস্থাপন করেছে। দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে টিম লাস্ট মিনিট টিম থ্রি অ্যান্ড হাফ মেন। দল দুটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা দৈনন্দিন জীবনে ব্যবহূত দ্রব্য যাচাই ব্যবস্থার ওপর তাদের ডিজিটাল পরিকল্পনা উপস্থাপন করেছে।

বাংলালিংক ইনোভেটরসের বিজয়ী দল আমস্টারডামে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান কার্যালয় পরিদর্শন বাংলালিংকের স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টারে যোগদানের সুযোগ পাবে। দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী দলও প্রোগ্রামে যোগদানের সুযোগ পাবে। এছাড়া সেরা পাঁচ দলের প্রত্যেক সদস্য বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এআইপি) যোগদান করার পাশাপাশিলার্ন ফ্রম স্টার্টআপসক্যাম্পাস টু করপোরেট প্রোগ্রামস’- অংশগ্রহণ করতে পারবে।

সমাপনী আয়োজনে প্রধান অতিথি থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন