কুষ্টিয়া হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর থানার কৃষক মহির হত্যা মামলায় আব্দুল মান্নান (৬৮) নামের এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

একই সাথে এই মামলায় মিথ্যা সাক্ষী দেয়ার দায়ে বাদী সামসুদ্দিন এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বাদি হয়ে মামলার আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান (৬৮) মিরপুর উপজেলার কেউপুর গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে। আর মামলার বাদি একই গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে সামসুদ্দিন। এ মামলার অপর সাক্ষী মৃত হোসেন মল্লিকের ছেলে শাজাহান আলীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীর দেয়ার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষের মামলা রুজুর আদেশ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুন বেলা সাড়ে ৩টায় ছাগলে গাছ খাওয়া ঘটনার জের ধরে ছাগল মালিক মহির উদ্দিনের বাড়িতে হামলা করেন আসামি আব্দুল মান্নান। এসময় লোহার রড দিয়ে মহির উদ্দিনের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। আহত মহির উদ্দিনকে পরে পরিবারের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান, সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রাজশালী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন দুপুরে মহিরের মৃত্যু হয়।

এই ঘটনায় ১১ জুন নিহত মহিরের মামা সামসুদ্দিন বাদি হয়ে দুই আসামির নামোল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ৩১ ডিসেম্বর দ: বি: ৪৪৭/৩২৩/৩০২ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। 

আদালতের সরকারি কৌশুলি অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার মহির উদ্দিন হত্যা মামলার চার্জগঠন ও সাক্ষী শুনানি শেষে আসামি আব্দুল মান্নানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন