গত মাসে বিজিবির অভিযান

৭২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৭২ কোটি ৩৯ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৬২ হাজার ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ২৩৪ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৭৬৩ বোতল বিদেশী মদ, ১৮১ লিটার বাংলা মদ, ৬৮৬ ক্যান বিয়ার, ৬২৪ কেজি গাঁজা, ১ কেজি ৯৭৭ গ্রাম হেরোইন, ১৬ হাজার ১৭৮টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৩ হাজার ৫৩৭টি ইনজেকশন এবং ৯৬ হাজার ৭৩৪টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ২৯৯ গ্রাম স্বর্ণ, ৫ হাজার ৬৪৮টি ইমিটেশন গহনা, ৯৫ হাজার ৮৭২টি কসমেটিকস সামগ্রী, ২ হাজার ৬৩টি শাড়ি, একটি পাথরের মূর্তি, ৬ হাজার ৮৩০ ঘনফুট কাঠ ইত্যাদি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি বন্দুক, দুটি পাইপগান ও ১৭ রাউন্ড গুলি।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন