উদ্যোক্তা অর্থনীতিতে ডিএসসিইতে অনার্স চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) উচ্চশিক্ষার গুণগত মান বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায়। এজন্য উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং উদ্যোক্তা বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জনে সুযোগ দিতেউদ্যোক্তা অর্থনীতিতে স্নাতক চালু করেছে।

২০১৯-২০ সেশনে প্রথম ব্যাচের অর্থনীতি স্নাতক (উদ্যোক্তা অর্থনীতি) ভর্তির কার্যক্রম ১৪ অক্টোবর শুরু হয়েছে। ব্যাচেলর অব ইকোনমিকস (এন্ট্রাপ্রেনিউরশিপ ইকোনমিকস) ভর্তির জন্য ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর সকাল ১০টায় এবং মৌখিক পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি/আলিম/এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ৭ দশমিক ৫০ জিপিএ অর্জনকারীরা অনার্সে ভর্তির সুযোগ পাবেন। আবেদনকারীরা মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। দেশ-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ, ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থাও থাকবে। মেধার ভিত্তিতে বিভিন্ন সেমিস্টারে ওয়েভার ছাড়াও ভর্তির সময় রেজাল্টের ওপর ভিত্তি করে ওয়েভার পাবেন শিক্ষার্থীরা।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন