রেকর্ড পরিমাণ চা উৎপাদনের পথে ভারত

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) দক্ষিণ ভারতে চায়ের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। তবে এর ঠিক উল্টোটা ঘটেছে উত্তর ভারতে। সময় অঞ্চলটিতে চায়ের উৎপাদন বেড়েছে। সব মিলিয়ে চলতি বছরে রেকর্ড পরিমাণে চা উৎপাদনের পথে রয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ উৎপাদক দেশ ভারত। দেশটির চা বোর্ডের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।

ভারতীয় চা বোর্ডের দেয়া তথ্য বিশ্লেষণ করেছেন বৈশ্বিক চায়ের হিসাব নিয়ে কাজ করা রাজেস গুপ্তা। তার দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ভারতে ১০০ কোটি ৬৩ লাখ ৬০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। যেখানে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে উৎপাদন ছিল ৯৭ কোটি ৯২ লাখ কেজি। সে হিসাবে কোটি ৭১ লাখ ৬০ হাজার কেজি চা এবার বেশি উৎপাদন হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় বছরের তৃতীয় প্রান্তিকে চায়ের উৎপাদন বেড়েছে দশমিক ৭৭ শতাংশ। সময় দক্ষিণ ভারতে উৎপাদন ৪৫ লাখ ৭০ হাজার কেজির মতো কমে দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার কেজিতে। সে হিসাবে তৃতীয় প্রান্তিকে অঞ্চলে চায়ের উৎপাদন কমেছে দশমিক ৮৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ায় তৃতীয় প্রান্তিকে তামিল নাড়ুতে চায়ের উৎপাদন ৪২ লাখ ৮০ হাজার কেজি কমে দাঁড়িয়েছে ১০ কোটি ৯৩ লাখ ২০ হাজার কেজিতে। এর বিপরীতে কেরালায় উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে কোটি ১৪ লাখ ৬০ হাজার কেজি। যেখানে গত বছরের একই প্রান্তিকে উৎপাদন ছিল কোটি ১৪ লাখ ৩০ হাজার কেজি।

একই প্রান্তিকে উত্তর ভারতে চায়ের উৎপাদন হয়েছে ৮৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার কেজি। যেখানে গত বছরের একই সময়ে উৎপাদন ছিল ৮২ কোটি লাখ কেজি। সে হিসাবে এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে কোটি ১৭ লাখ ৩০ হাজার কেজি। এর মধ্যে আসাম বরাবরের মতো শীর্ষ উৎপাদক অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে। সময় অঞ্চলটিতে উৎপাদন ৫৭ লাখ ৭০ হাজার কেজি বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ২৯ লাখ ১০ হাজার কেজিতে।

অন্যদিকে শুধু সেপ্টেম্বরেই চায়ের উৎপাদন বেড়েছে ৯৯ লাখ ৩০ হাজার কেজি। মাসে দেশটির মোট চায়ের উৎপাদন ছিল ১৮ কোটি ৪৭ লাখ ২০ হাজার কেজির মতো।

চা বোর্ডের তথ্য বলছে, প্রতিকূল আবহাওয়ার জেরে সেপ্টেম্বরে দক্ষিণ ভারতে চায়ের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সময় এখানে চায়ের উৎপাদন ২৫ লাখ ২০ হাজার কেজি কমে দাঁড়িয়েছে কোটি ৬৯ লাখ ১০ হাজার কেজিতে। এর বিপরীতে মাসে উত্তর ভারতে চায়ের উৎপাদন বড় আকারে বেড়েছে। সময় অঞ্চলটিতে উৎপাদন কোটি ২৪ লাখ ৫০ হাজার কেজি বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৮ লাখ ১০ হাজার টনের মতো।

শেষ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) মিলে বছর শেষে মোট চায়ের উৎপাদন রেকর্ড গড়বে বলে মনে করছে ভারতীয় চা বোর্ড। সময় দেশটির বার্ষিক উৎপাদন সব মিলিয়ে ১৩৬ কোটি ৫০ লাখ কেজিতে দাঁড়াতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন