ফারাজের সঙ্গে সমঝোতা করবেন না জনসন

বণিক বার্তা ডেস্ক

নির্বাচনের সময় ব্রেক্সিট পার্টির সঙ্গে কাজ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ নাইজেল ফারাজ। তবে পরামর্শ প্রত্যাখ্যান করেছেন বরিস জনসন। খবর বিবিসি।

বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে এই টোরি নেতা বলেন, পরামর্শ দেয়ার জন্য তিনিসর্বদা কৃতজ্ঞথাকবেন, তবে তিনি কোনো ধরনের নির্বাচনী চুক্তি করবেন না।

ফারাজ জনসন মিলে একঅদম্য শক্তিহতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বরিস এসব কথা বলেন।

তিনি বিরোধী লেবার পার্টির নেতা ফারাজের সমালোচনা করে বলেছেন, টরিদের ছাড়া অন্য যেকোনো দলকে ভোট দেয়ার অর্থই হচ্ছে জেরেমি করবিনের প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করে দেয়া। জনসন বলেন, অন্য যেকোনো দলের সঙ্গে চুক্তি করার বিপদ হচ্ছে তা করবিনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের ঝুঁকি বাড়িয়ে দেবে।

ডাউনিং স্ট্রিটের সূত্রগুলোও দাবি করেছে, ব্রেক্সিট পার্টির সঙ্গে টরির কাজ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

জনসনের আশঙ্কা, করবিন প্রধানমন্ত্রী হলে ব্রেক্সিট পিছিয়ে যেতে পারে। তিনি বলেন, করবিনের পরিকল্পনা হচ্ছে ব্রেক্সিটকে আরো অনিশ্চিত পিছিয়ে দেয়া।

ব্রেক্সিট কার্যকরের সময়সীমা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর এদিকে আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন